ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওয়ান স্টপ সার্ভিস উদ্বোধন

প্রকাশিত: ০৫:৫২, ২০ নভেম্বর ২০১৭

ওয়ান স্টপ সার্ভিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ডিজিটাল এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, প্যথলজি ল্যাব, ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারের সুবিধাসহ রবিবার সকালে ইমার্জেন্সি ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন আহমদ সকাল ৯টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ আ ন ম ফজলুল হক পাঠান, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডাঃ মতিউর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডাঃ তারা গোলন্দাজ প্রমুখ উপস্থিত ছিলেন। গ্রাহকদের টাকা ফেরত নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৯ নবেম্বর ॥ সাভার উপজেলা (ভারপ্রাপ্ত) ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের উদ্যোগে ভুয়া একটি এনজিওর গ্রাহকদের জমাকৃত সঞ্চয়ের টাকা উদ্ধার করে গ্রাহকদের মাঝে ফেরত প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া বাজার এলাকায় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চেয়ারম্যানের উপস্থিতে গ্রাহকদের মাঝে এ টাকা ফেরত প্রদান করা হয়। জানা গেছে, সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকাস্থ মোহাম্মদ হক, হাফিজ উদ্দিন ও সোহরাব হোসেন নামের তিন ব্যক্তি অবৈধভাবে ‘ডোরা শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন’ নামের এক এনজিও প্রতিষ্ঠা করেন।
×