ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ গোয়ালমারী জামালকান্দি যুদ্ধ দিবস

প্রকাশিত: ০৫:৫২, ২০ নভেম্বর ২০১৭

আজ গোয়ালমারী জামালকান্দি যুদ্ধ দিবস

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, কুমিল্লা, ১৯ নবেম্বর ॥ ২০ নবেম্বর গোয়ালমারী-জামালকান্দি যুদ্ধ দিবস। এই দিনে যুদ্ধে শহীদ হন ১১ মুক্তিযোদ্ধা। দাউদকান্দি উপজেলার গোয়ালমারী-জামালকান্দি এলাকা হানাদার পাকবাহিনীর মর্টার শেলের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে। গোয়ালমারীতে ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। সেই ক্যাম্পে হামলা করাই ছিল পাকহানাদারদের লক্ষ্য। পাকসেনাদের মর্টার এবং রাইফেলের গুলির আওয়াজ শুনেই মুক্তিযোদ্ধারাও শুরু করে পাল্টা আক্রমণ। এ যুদ্ধে ৭০ জন পাকসেনা নিহত হয়েছে। এ দিকে এ যুদ্ধে শহীদ হন সুন্দলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন এবং রফারদিয়া গ্রামের মোস্তাক আহমেদ। এছাড়া শহীদ হন জামালকান্দি গ্রামের আব্দুর রহমান সরকার, সামছুন্নাহার ও তার কন্যা রেজিয়া খাতুন, সাইদুর রহমান ও আছিয়া খাতুন। কামাইরকান্দি গ্রামের গিয়াসউদ্দিন, সোনাকান্দা গ্রামের শহীদ উল্লাহ, রফারদিয়া গ্রামের নুরুল ইসলাম এবং গোয়ালমারী বাজারের ইয়াসমীন পাগলিনী। দিনটি উদযাপন উপলক্ষে এবার দাউদকান্দি মুক্তিযোদ্ধাগণ গোয়ালমারী বাজারে মিলাদ মাহফিল ও স্মরণ সভার আয়োজন করেছেন।
×