ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভবদহ পদযাত্রা শেষ ॥ নতুন কর্মসূচী

প্রকাশিত: ০৫:৫২, ২০ নভেম্বর ২০১৭

ভবদহ পদযাত্রা শেষ ॥ নতুন কর্মসূচী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের মাধ্যমে শেষ হলো ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির পদযাত্রা। চার দিন আগে ভবদহ এলাকা থেকে শুরু হয়েছিল পদযাত্রাটি। এতে জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ অংশ নেন। রবিবার বিকেলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশকালে সংগ্রাম কমিটির নেতারা জলাবদ্ধ এলাকার মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরেন। তারা আগামী মাঘী পূর্ণিমার আগেই বিলকপালিয়ায় টিআরএম বাস্তবায়নের দাবি জানান। পরে ঘোষণা করা হয় নতুন কর্মসূচী। কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ২২ নবেম্বর রাজধানীর শাহবাগ মোড়ে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পীকারের কাছে স্মারকলিপি প্রদান এবং পরদিন পানি সম্পদমন্ত্রী ও পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর কাছে স্মারকলিপি পেশ। প্রধানমন্ত্রী বরাবর রবিবার পেশ করা স্মারকলিপিতে বলা হয়, কপোতাক্ষ নদ সংস্কারে ২৬১ কোটি টাকার একটি প্রকল্প সমাপ্তির পথে। তার সুফল হিসাবে কপোতাক্ষ অববাহিকায় এবার বন্যা হয়নি। নদী গভীর হয়েছে। এলাকা জলাবদ্ধতামুক্ত হয়েছে। তার ফলে কপোতাক্ষ অববাহিকায় এবার সোনার ফসল ফলেছে। মুন্সীগঞ্জে ভাতিজার লাথিতে চাচা নিহত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে ভাতিজার লাথিতে চাচার মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই চারজনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পশ্চিম শিয়ালদি গ্রামের আব্দুল মতিন হাওলাদারের সঙ্গে তার ভাতিজাদের দীর্ঘদিন জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জায়গা নিয়ে শনিবার রাত সাড়ে ১০টায় তারই আপন ভাতিজা জয়নাল হাওলাদার, জামাল হাওলাদার, কামাল হাওলাদারের সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে এক ভাতিজা লাথি দিলে চাচা মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। খবর পেয়ে জয়নাল হাওলাদার, কামাল হাওলাদার, ইউসুফ হাওলাদার, আব্দুল হাওলাদারকে সিরাজদিখান থানা পুলিশ আটক করেছে। ময়মনসিংহে কৃষক স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে জানান, ধোবাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খুন হয়েছে কৃষক জালিম খাঁ (৫৫)। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয়েছে তার এক মেয়ে। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, শনিবার সকালে নিজ জমিতে গাছ লাগাতে যান জালিম খাঁ। এ সময় তার ভাই মন্তাজ খাঁ ও পুত্র আজিজুল, সাইদুল ও মফিদুল লাঠিসোটা ও দা নিয়ে জালিমের ওপর হামলা চালায়। গাজীপুরে দুই লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, পৃথক ঘটনায় নিহত এক পরিবহন শ্রমিক ও এক গৃহবধূর ঝুলন্ত লাশ রবিবার উদ্ধার করেছে পুলিশ। কালিয়াকৈর থানার এসআই আব্দুল হাকিম মিয়া ও স্থানীয়রা জানায়, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের নয়ানগর দক্ষিণপাড়া এলাকার ফখরুদ্দিনের ছেলে সোহেল হোসেনের (২৬) কাছে পাওনা টাকা আদায়ের জন্য এক ব্যক্তি রবিবার সকালে সোহেলের বাড়িতে যায়। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সোহেলের কোন সাড়াশব্দ পায়নি। একপর্যায়ে প্রতিবেশীরা দরজাবন্ধ ঘরে উঁকি দিয়ে খাটের ওপর ঘরের আড়ার সঙ্গে সোহেলের ঝুলন্ত লাশ দেখতে পায়।
×