ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটিয়ায় রাস্তা ও জমি দখল করে বিদ্যুত কেন্দ্র নির্মাণ ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫০, ২০ নভেম্বর ২০১৭

পটিয়ায় রাস্তা ও জমি দখল করে বিদ্যুত কেন্দ্র নির্মাণ ॥ বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৯ নবেম্বর ॥ খাস জায়গা ও গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তা দখল করে বেসরকারীভাবে একটি বিদ্যুত কেন্দ্র নির্মাণের প্রতিবাদে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে গ্রামবাসী বিক্ষোভ করেছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম কোলাগাঁও গ্রামের চড়পাড়া এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে। গ্রামবাসী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ নূর, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হারুনসহ এলাকার লোকজন। খাস জায়গা ও চলাচলের একমাত্র রাস্তা দখলের বিষয়টি ইতোপূর্বে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোন ব্যবস্থা না নেয়ায় গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, কর্ণফুলী নদীর তীরে কোলাগাঁও এলাকায় জোডিয়াক পাওয়ার চিটাগাং লিমিটেড নামের একটি বেসরকারী প্রতিষ্ঠান খাস জায়গা ছাড়াও গ্রামবাসীর চলাচলের একটি রাস্তা সম্পূর্ণ দখল করে নিয়েছে। ফলে এলাকার লোকজন চলাচলও করতে পারছে না। গ্রামবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, উপজেলার কোলাগাঁও ইউনিয়নের পশ্চিম কোলাগাঁও চড়পাড়া এলাকায় কর্ণফুলী নদীর তীর ঘেঁষে বেসরকারীভাবে নির্মাণ করা হচ্ছে জোডিয়াক পাওয়ার চিটাগাং লিমিটেড নামের একটি বিদ্যুত উৎপাদন কেন্দ্র। অভিযোগ ওঠেছে, একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় খাস জায়গা ও চলাচলের রাস্তা দখল করে ওই বিদ্যুত কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছে। ইতোমধ্যে ভরাট করা হয়েছে। একইভাবে নগরীর গোসাইলডাঙ্গা এলাকার মৃত হাজী মমতাজুল হকের পুত্র আবুল বশর আবুর খরিদকৃত জায়গা দখল করার চেষ্টায় চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলা করেছেন মোহাম্মদ গিয়াস আমিন নামের এক ব্যক্তি। যা পটিয়া থানার এসআই মোঃ কামাল উদ্দিন তদন্ত করছেন। কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ নূর জানিয়েছেন, খাস জায়গা ও মানুষের চলাচলের রাস্তা অবৈধভাবে দখল করে বেসরকারীভাবে একটি বিদ্যুত কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। খাস জায়গা দখল করে বিদ্যুত কেন্দ্র নির্মাণের বৈধ কোন কাগজপত্র নেই। তাছাড়া গ্রামবাসীর চলাচলের রাস্তাটি দখল করে ফেলায় মানুষের দুর্ভোগ বেড়েছে। তিনি বিষয়টি পটিয়ার সংসদ সদস্য সামসুল হক চৌধুরীকে অবহিত করেছেন। তবে বিদ্যুত কেন্দ্র নির্মাণ প্রতিষ্ঠানের ঠিকাদার (ভরাট) ও কোলাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম জানিয়েছেন, যেসব খাস জায়গা রয়েছে তা এখনও সনাক্ত করা হয়নি। তবে কাজ করার সময় সম্ভবত কিছু বালি খাস জায়গা যেতে পারে।
×