ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে থেকে রক্ষা

প্রকাশিত: ০৫:৪৬, ২০ নভেম্বর ২০১৭

বাল্যবিয়ে থেকে রক্ষা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৯ নবেম্বর ॥ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণীর এক ছাত্রী। রবিবার ঘটনাটি ঘটেছে কলমাকান্দা উপজেলার রুদ্রনগর গ্রামে। ওই গ্রামের রফিকুল ইসলাম একই উপজেলার বাউসাম ভাটিপাড়া গ্রামের আব্দুছ ছোবাহানের ছেলে মোফাজ্জল হোসেনের সঙ্গে তার মেয়ে স্থানীয় মুন্সিপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শাহিদা আক্তার রুপিয়ার বিয়ে ঠিক করেন। বিদ্যালয়ের ভর্তি রেজিস্টার অনুযায়ী রুপিয়ার বয়স ১৪ বছর ৮ মাস। প্রথমে গত শুক্রবার রফিকুল ইসলামের বাড়িতে এ বিয়ের প্রস্তুতি নেয়া হয়। কিন্তু মেয়েটির পূর্ণ বয়স না হওয়ায় স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে পুলিশ গিয়ে ওই দিন বিয়ে বন্ধ করে। আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে কর্মশালা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৯ নবেম্বর ॥ ‘বুদ্ধিদীপ্ত থাকতে চাই- আয়োডিনযুক্ত লবণ খাই’ - এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োডিন যুক্ত লবণ ব্যবহারে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ঠাকুরগাঁওয়ে স্কুল ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন-বিসিক এর সিআইডিডি প্রকল্পের অধীনে ঠাকুরগাঁও সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র্রে (টিটিসি) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বিসিক -এর চেয়ারম্যান মুশতাক হাসান মুহাম্মদ ইফতিখার। জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বিসিক’র আঞ্চলিক পরিচালক (রাজশাহী) প্রকৌশলী আজহারুল হক প্রমুখ।
×