ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টু ক রো - খ ব র

প্রকাশিত: ০৫:৪৫, ২০ নভেম্বর ২০১৭

  টু ক রো - খ ব র

১০ পাসপোর্ট দালাল আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর পাঁচলাইশে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে ১০ দালালকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১৭০টি পাসপোর্ট। নগর গোয়েন্দা পুলিশের একটি টিম রবিবার দুপুরে এ অভিযান চালায়। জানা যায়, পাসপোর্ট করতে আগ্রহীদের সঙ্গে দরদাম করতে দেখা যায় এ দালালদের। পুলিশের টিম সেখানে কিছুক্ষণ অবস্থান করে দালালদের তৎপরতা দেখে তারপর তাদের আটক করে। পাসপোর্ট বানিয়ে দেয়ার নাম করে সরকার নির্ধারিত ৩ হাজার ১শ টাকার ফি’র চেয়ে বেশি আদায় করে থাকে এরা। প্রতিটি পাসপোর্টে অতিরিক্ত প্রায় ২ হাজার টাকা আদায় করে এই দালালরা। জরুরী পাসপোর্ট হলে টাকার অঙ্ক গিয়ে দাঁড়ায় পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত। পাসপোর্ট অফিসের অসাধু কিছু কর্মকর্তা কর্মচারীর সঙ্গে এই দালালচক্রের যোগসাজশ রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য মেলে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারাগারে হাজতির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৯ নবেম্বর ॥ রংপুর কেন্দ্রীয় কারাগারে জয়নাল আবেদীন (৬৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। জেলার আমজাদ হোসেন জানান, বদরগঞ্জ উপজেলার কিসমত বসন্তপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জয়নাল আবেদীনকে একটি মামলায় চলতি মাসের ১১ তারিখে হাজতে পাঠায় আদালত। হাজতে আসার আগে থেকেই তিনি হৃদরোগে ভুগছিলেন। হাজতে থাকা অবস্থায় তিনি কারা মেডিক্যালে চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার সকালে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পোশাক কারখানার আগুন ॥ আহত ২৪ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের অনন্ত এ্যাপারেলস লিমিটেড নামে পোশাক তৈরি কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ের খবর পেয়ে হাজীগঞ্জ ও আদমজী ইপিজেডের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়। তবে আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কমপক্ষে ২৪ শ্রমিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ২টায়। শ্রমিকরা জানায়, আদমজী ইপিজেডের অনন্ত এ্যাপারেলস লিমিটেড নামের পোশাক তৈরি কারখানার ৫ম তলা ভবনের ৩য় তলার স্টোর রুমে ওয়েল্ডিংয়ের কাজ করছিল। এ সময় ওয়েল্ডিং স্পার্ক (আগুন) কিছু পুরাতন পরিত্যক্ত মালামালের উপর গিয়ে পড়লে আগুন লেগে যায়। খবর পেয়ে হাজীগঞ্জ ও আদমজী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুরো কারখানায় শ্রমিকদের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে রুমি, কনা, পপি ও সেলিনাসহ কমপক্ষে ২৪ জন শ্রমিক আহত হয়। আহতদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। টঙ্গীবাড়ি বাজারে অগ্নিকান্ড স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বাজারে ভয়াবহ অগ্নিকা-ে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার রাত ২টার দিকে ওই বাজারের শাহবুদ্দিন সরকারের মুদি দোকান হতে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে পাশের গণি খাঁ, মোখলেছ মিয়া, জালাল মিয়া, শাহ আলম, আশু ডাক্তার ও ফারুক মৃধার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকান পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। এলাকাবাসী শ্যালো মেশিনে পানি দিয়ে ও পরে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এসে রবিবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নীলফামারীতে অগ্নিকান্ড- স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রহস্যজনক অগ্নিকান্ডে কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা পাইকারটারী গ্রামের ছয়টি পরিবারের ১৫ বসতঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার গভীর রাতের ওই অগ্নিকা-ের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ উঠেছে, অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। জানা যায়, দক্ষিণ বড়ভিটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাইকারটারী গ্রামে শনিবার গভীর রাতে গ্রামবাসী যখন ঘুমিয়ে তখন জাহাঙ্গীর হোসেনের বসতঘরে হঠাৎ করে আগুন জ্বলে উঠে, যা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ওই পরিবারের চিৎকারে মানুষজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছার আগেই ৬ পরিবারের ১৫টি বসতঘর ও ঘরে রক্ষিত সব আসবাবপত্র, ধান-চাল, অর্থ পুড়ে ছাই হয়। সুন্দরবনে জেলেকে অপহরণ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা। শনিবার গভীর রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কচুখালি খাল এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত জেলে উপজেলার কৈখালি গ্রামের জিরাদ্দী গাজীর ছেলে করিম গাজী। ফিরে আসা জেলেরা জানায়, শনিবার সারা দিন কাঁকড়া ধরা শেষে রাতে ঘুমন্ত অবস্থায় নৌকা থেকে জোনাব বাহিনীর সদস্যরা করিমকে অপহরণ করে নিয়ে যায়।
×