ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্পট মার্কেটে ৫ কোম্পানির লেনদেন আজ

প্রকাশিত: ০৫:৩৮, ২০ নভেম্বর ২০১৭

স্পট মার্কেটে ৫ কোম্পানির লেনদেন আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল, ফাইন ফুডস, প্রাইম টেক্সটাইল, উসমানিয়া গ্লাস, গোল্ডেন সন এবং গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। গোল্ডেন সন লিমিটেডের শেয়ার আজ সোমবার থেকে ৩০ নবেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চলবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর। অন্যদিকে বাকি ৫ কোম্পানির শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। সূত্র জানায়, কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী বুধবার। রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কটে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে। অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে প্রিমিয়ার সিমেন্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক এ্যাকাউন্টে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে প্রিমিয়ার সিমেন্ট শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। অর্থনৈতিক রিপোর্টার
×