ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্টাইল ক্রাফটের পণ্য বিক্রি কমেছে

প্রকাশিত: ০৫:৩৮, ২০ নভেম্বর ২০১৭

স্টাইল ক্রাফটের পণ্য বিক্রি কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত স্টাইল ক্রাফটের চলতি অর্থবছরের ১ম প্রান্তিকে বা ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর ২০১৭) বিক্রয়ে ধস নেমেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বিক্রয় কমেছে ৩৮ শতাংশ। তবে বিক্রীত পণ্যের ব্যয় হ্রাস ও পরিচালন ব্যয় কমার কারণে মূলত কোম্পানিটি মুনাফায় রয়েছে। কোম্পানির আর্থিক হিসাব বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। দেখা গেছে, চলতি বছরের ১ম প্রান্তিকে কোম্পানিটির উৎপাদিত পণ্য বিক্রয় হয়েছে ৬০ কোটি ৬৯ লাখ টাকার। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৯৭ কোটি ২৬ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় কমেছে ৩৬ কোটি ৫৭ লাখ টাকার বা ৩৮ শতাংশ। তবে আগের বছরের তুলনায় বিক্রিত পণ্যের ব্যয়ের হার কমেছে। এ বছরের ১ম প্রান্তিকে বিক্রীত পণ্যের জন্য ব্যয় হয়েছে ৫৫ কোটি ৯৯ লাখ টাকা বা বিক্রয়ের ৯২ শতাংশ। যার পরিমাণ আগের বছর ছিল ৯১ কোটি ৫০ লাখ টাকা বা বিক্রয়ের ৯৪ শতাংশ। এ হিসাবে বিক্রীত পণ্যের ব্যয়ের হার কমেছে ৩ শতাংশ। অন্যথায় মোট মুনাফা (গ্রোস প্রফিট) ৪ কোটি ৭০ লাখ টাকা থেকে ১ কোটি ৬ লাখ কমে ৩ কোটি ৬৪ লাখে নেমে আসত। এদিকে আগের বছরের ৪ কোটি ৬৩ লাখ টাকার পরিচালন ও সুদজনিত ব্যয় এ বছরে কমে হয়েছে ৪ কোটি ৪ লাখ টাকা। এক্ষেত্রে ব্যয় কমেছে ৫৯ লাখ টাকার বা ১৩ শতাংশ। কোম্পানিটির ১ম প্রান্তিকে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি শেষে নিট মুনাফা দাঁড়িয়েছে ৫৬ লাখ টাকা বা শেয়ারপ্রতি ১০.২২ টাকা। যার পরিমাণ আগের বছর ছিল ৯১ লাখ টাকা বা শেয়ারপ্রতি ১৬.৫৮ টাকা।। যাতে মুনাফা কমেছে ৩৫ লাখ টাকা বা ৩৮ শতাংশ। উল্লেখ্য, রবিবার কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৮.৭০ টাকায়।
×