ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন দিতে হবে ॥ মোশাররফ

প্রকাশিত: ০৫:২৪, ২০ নভেম্বর ২০১৭

সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন দিতে হবে ॥ মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ জনগণের সঙ্গে প্রতারণা করে আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে। তবে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সংসদ ভেঙ্গে নির্বাচন দিতে হবে। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মোশাররফ বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া খুব শীঘ্রই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন। তখন আমরা সরকারের আচরণ দেখে প্রয়োজনে জনগণের কাছে যাব। কারণ জনগণ তাদের অধিকার আদায়ে রাস্তায় নামবে, আর আমরা বিএনপি পাশে থাকব। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে না। বর্তমান সংসদে ১৫৪ জন অনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন। তাই এ সংসদ বহাল রেখে শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না, যার প্রমাণ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ভাসানীর মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটির সদস্য সচিব শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, আতাউর রহমান ঢালী, নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন জসিম, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষক দলের সহ-সভাপতি এম এ তাহের প্রমুখ। ১২ নবেম্বরের মতো জনসমুদ্র আগে কেউ করতে পারেনি- গয়েশ্বর ॥ ১২ নবেম্বরের মতো জনসমুদ্র আওয়ামী লীগ বা বিএনপি কেউই এর আগে করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রবিবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ। আজ তারেকের জন্মদিন ॥ আজ ২০ নবেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ৫৩তম জন্মদিন। বিএনপি এবার আনুষ্ঠানিকভাবে তার জন্মদিন পালন করবে। এ উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচী হিসেবে আজ সারাদেশের সর্বস্তরে দোয়া মাহফিল ও আলোচনা সভা করবে বিএনপি। এ ছাড়া দল ও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে কেক কাটা হবে। লন্ডনেও তারেক রহমানের জন্মদিন পালন করা হবে বলে জানা গেছে।
×