ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘একই ফসল বারবার আবাদ করলে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে’

প্রকাশিত: ০৫:২৩, ২০ নভেম্বর ২০১৭

‘একই ফসল বারবার আবাদ করলে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে’

স্টাফ রিপোর্টার ॥ একই ফসল বারবার আবাদ করলে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। এ জন্য শস্য পর্যায় অবলম্বন করতে হবে। আউশ ও আমনের আবাদ বৃদ্ধির জন্য নিতে হবে উপযোগী পদক্ষেপ। এমনকি বোরোতে আরও ভাল উৎপাদনের জন্য সরবরাহ করতে হবে ভাল মানের বীজ ও সঠিক প্রক্রিয়া। ব্যয় ও চাষে সময়কাল কমিয়ে উৎপাদন বৃদ্ধির বিষয়ে মত দেন বিশেষজ্ঞসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিটের আয়োজনে রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে ‘নির্বিঘ্নে বোরো আবাদ : সতর্কতা ও করণীয় শীর্ষক কর্মশালা’য় এসব মতামত তুলে ধরেন। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্রে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. এস এম নাজমুল ইসলাম। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাজাহান কবীর ও পরিচালক (প্রশাসন) ড. মোঃ আনছার আলী বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বোরো ধানে ব্লাস্ট রোগের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে আউশের আবাদ বৃদ্ধিতেও জোর দেন। মন্ত্রী বলেন, বোরোতে ব্লাস্ট রোগ ও আগাম বন্যায় ফলন কমেছে। দেশে জমি কমছে, মানুষ বাড়ছে। তাই কোন সমস্যাকে ছোট করে দেখা যাবে না।
×