ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন গ্রুপ চেয়ারম্যান ও ৭ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে চার্জশীট দাখিল অনুমোদন

প্রকাশিত: ০৫:২৩, ২০ নভেম্বর ২০১৭

মুন গ্রুপ চেয়ারম্যান ও ৭ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে চার্জশীট দাখিল অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ অগ্রণী ব্যাংক থেকে প্রায় ৬০ কোটি টাকা আত্মসাতের মামলায় মুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মিজানুর রহমান ও সাত উর্ধতন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে চার্জশীট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। চার্জশীটভুক্ত আসামিরা হলেন, মুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও দৈনিক বর্তমানের প্রকাশক-সম্পাদক মিজানুর রহমান, অগ্রণী ব্যাংকের প্রাক্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও জনতা ব্যাংকের বর্তমান পরিচালক মোঃ মোফাজ্জল হোসেন, অগ্রণী ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান, উপ-মহাব্যবস্থাপক মোঃ আখতারুল আলম, প্রাক্তন উপ-মহাব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত) মোঃ আমিরুল ইসলাম, অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং ডিভিশন) মোঃ শফিউল্লাহ এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ রফিকুল ইসলাম।
×