ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পূর্বকোণ সম্পাদকের মৃত্যুতে নোয়াবের গভীর শোক

প্রকাশিত: ০৫:২১, ২০ নভেম্বর ২০১৭

পূর্বকোণ সম্পাদকের মৃত্যুতে নোয়াবের গভীর শোক

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণের সম্পাদক এবং পূর্বকোণ গ্রুপের সভাপতি স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নিউজ পেপার ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব সভাপতি মতিউর রহমান প্রেরিত এক শোক বার্তায় বলা হয়, তসলিমউদ্দিন চৌধুরীর দায়িত্ববোধ এবং প্রতিশ্রুতি আমাদের সব সময় কৃতজ্ঞতাপাশে আবব্ধ করেছে। তার শিক্ষা, সাংগঠনিক ও ব্যবসায়িক সাফল্য থেকে বঞ্চিত হয়ে এই সংগঠন নিসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে। শোকবার্তায় বলা হয়, তসলিমউদ্দিন চৌধুরীর মৃত্যু সংবাদ নোয়াবের সকল সদস্যের কাছেই একটি শোকাবহ আঘাত। মিসেস তসলিমউদ্দিন চৌধুরীর কাছে পাঠানো ওই বার্তায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়, নিঃসন্দেহে বাবার রেখে যাওয়া পূর্বকোণকে তার সন্তানরা এগিয়ে নেবেন। পূর্বকোণের অগ্রযাত্রা অব্যাহত রাখাকেই তসলিমউদ্দিন চৌধুরীর প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জ্ঞাপন হতে পারে বলে নোয়াব মনে করছে। প্রসঙ্গত, গত ১৫ নবেম্বর তসলিমউদ্দিন চৌধুরী মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। ১৯৮৬ সালে চট্টগ্রাম থেকে আঞ্চলিক ‘দৈনিক পূর্বকোণ’ প্রকাশিত হয়। তসলিমউদ্দিন চৌধুরীর বাবা প্রয়াত মোহাম্মদ ইউছুফ চৌধুরী এই পত্রিকার প্রতিষ্ঠাতা। তসলিমউদ্দিন চৌধুরী ১৯৮৯ সালের ১ ফেব্রুয়ারি পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব নেন।
×