ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসলামবাগে পলিথিন কারখানায় অগ্নিকান্ডে শ্রমিক দগ্ধ

প্রকাশিত: ০৮:১৫, ১৯ নভেম্বর ২০১৭

ইসলামবাগে পলিথিন কারখানায় অগ্নিকান্ডে শ্রমিক দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ইসলামবাগ এলাকায় পলিথিন কারখানায় অগ্নিকান্ডে সালমান (১৬) নামে এক শ্রমিক মারাত্মক দগ্ধ হয়েছেন। তাকে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কদমতলীতে শপিং ব্যাগে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালিতে তিন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। খবর পুলিশ সূত্রের। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ পার্থ শংকর পাল জানান, সালমানের শ্বাসনালীসহ শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। শপিংব্যাগে ইয়াবা ॥ কদমতলী থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাসুদ মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানায়, শুক্রবার গভীররাতে জুরাইন রেলগেট সংলগ্ন ব্যাংক এশিয়ার সামনে থেকে ইয়াবাসহ মাসুদ মিয়াকে আটক করে। তিন ছিনতাইকারী গ্রেফতার ॥ ঢাকার কোতোয়ালিতে তিন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে টহল পুলিশ। এরা হচ্ছে শরীফ (২৩), গোলাম রাব্বী (২০) ও বরকত (২০)। পুলিশ জানায়, শনিবার ভোরেরদিকে নবাববাড়ি মসজিদঘাটসংলগ্ন নৌকাঘাটের সামনে মোঃ মাসুদ নামে এক পথচারীকে গতিরোধ করে ছিনতাই করার চেষ্টা করে তারা। সে সময় ভিকটিমের চিৎকারে পাশে থাকা টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ধারালো ছুরি ও ছিনতাইকৃত পাঁচ হাজার ৪শ’ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
×