ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সঙ্গে ভারত

প্রকাশিত: ০৫:৫২, ১৯ নভেম্বর ২০১৭

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সঙ্গে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ আরেকটি ত্রিদেশীয় সিরিজ। এ বছর জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। এবার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি) আয়োজন করবে একটি ত্রিদেশীয় সিরিজ। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে শক্তিশালী ভারত ও বাংলাদেশকে। আগামী বছর মার্চে এই প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার কথা জানিয়েছে এসএলসি। তবে এ সিরিজটি হবে টি২০ ফরমেটে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৮ মার্চ শুরু হয়ে সিরিজটি শেষ হওয়ার কথা রয়েছে ২০ মার্চ। মোট হবে ৭টি ম্যাচ। এটিই হবে বাংলাদেশের জন্য প্রথম কোন ত্রিদেশীয় টি২০ সিরিজ। নিদাহাস ট্রফি নামে সিরিজের সময়সূচীও ইতোমধ্যে ঘোষণা করেছে এসএলসি। এর আগে কখনও ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলেনি বাংলাদেশ দল। আইসিসি বিশ্বকাপ এবং এশিয়া কাপ টি২০ ছাড়া একটি চারজাতির টি২০ সিরিজ খেলেছে। ২০০৭ সালের সেপ্টেম্বরে কেনিয়ায় আয়োজিত সেই সিরিজে স্বাগতিক দল ছাড়াও ছিল উগান্ডা, পাকিস্তান ও বাংলাদেশ। তবে ওয়ানডেতে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে গত মে মাসে আয়ারল্যান্ড সফরে খেলেছিল বাংলাদেশ দল। মূলত জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবেই সেই সিরিজটি হয়েছিল। সেখানে প্রতি দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলেছিল মাশরাফি বিন মর্তুজার দল। এরপর আর কোন ত্রিদেশীয় আসর খেলেনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলা বাংলাদেশ। তবে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরোয়া সিরিজের আগে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে অপর দল হিসেবে খেলতে পারে জিম্বাবুইয়ে। সেটি না হলে আগামী মার্চে ত্রিদেশীয় টি২০ সিরিজটিই হতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ। কারণ সেখানে ভারতের মতো টি২০ ক্রিকেটের অন্যতম পরাশক্তির বিরুদ্ধেও খেলতে হবে। এই মুুহূর্তে টি২০ র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে আছে বিরাট কোহলির দল ভারত। এই ফরমেটে দুর্বলতর বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে আছে ১০ নম্বরে! ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও এ ফরমেটে শ্রীলঙ্কা আছে বাংলাদেশের ওপরে ৮ নম্বরে। সাম্প্রতিক সময়ে নিজেদের পারফর্মেন্স নিয়ে সংগ্রামের মধ্যে থাকা লঙ্কানরা নিজেদের ফিরে পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৪ সালে টি২০ বিশ্বকাপ জয়ী দলটিতে এখন তরুণ ক্রিকেটারদের আধিক্য। সে কারণে নিজেদের সুসংবদ্ধ দল হিসেবে গড়ে তোলার জন্য বেশ সংগ্রামই করতে হচ্ছে তাদের। কিন্তু টি২০ ফরমেটে উভয়দলই বাংলাদেশের চরম প্রতিপক্ষই হবে। অবশ্য ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজের আগেই বাংলাদেশ সফরে নিজেদের শক্তিমত্তাটা প্রমাণের সুযোগ পাবে শ্রীলঙ্কা। এখানে ৩টি করে টেস্ট, টি২০ ও ওয়ানডে খেলবে তারা। এছাড়া পরিকল্পনা অনুসারে মূল সিরিজের আগেই জিম্বাবুইয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ হলে আরও ভালভাবেই নিজেদের ঝালিয়ে নিতে পারবে তারা। ২০১৮ সালের মার্চে এসএলসি যে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পাঠিয়েছে সেটি হবে টি২০ ফরমেটে। ৭ ম্যাচের সিরিজটি ৮ মার্চ শুরু হয়ে শেষ হবে ২০ মার্চ।
×