ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষ টিম বিজেএমসি

শেখ জামালের কোচ হিসেবে আজ রক্সির প্রথম পরীক্ষা

প্রকাশিত: ০৫:৫১, ১৯ নভেম্বর ২০১৭

শেখ জামালের কোচ হিসেবে আজ রক্সির প্রথম পরীক্ষা

রুমেল খান ॥ ‘একটা দলে কোচ আসে, কোচ যায়... সারাবিশ্বে এটাই নিয়ম। আমি অনেক বছর ধরেই বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে কোচ হিসেবে কাজ করে আসছি। অনেক তরুণ ফুটবলার আমার হাতেই তৈরি। যেমন ইয়াসিন, দিদারুল। এই দলের অনেক খেলোয়াড়ই আমার পরিচিত। একজন কোচ তার নিজস্ব ধরনেই দলকে পরিচালনা করেন, দলকে সাজান। আমিও তাই করব। এটাই স্বাভাবিক। তবে এর জন্য কিছুটা সময় লাগবে। এখনই দলে কোন বড় ধরনের পরিবর্তন করতে চাই না। কেননা প্রিমিয়ার লীগে শেখ জামাল এখন পর্যন্ত যে স্টাইলে খেলে এসেছে, এখন সেই স্টাইলের পরিবর্তন ঘটালে তা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। দলে যারা আছে তাদের সঙ্গে সমন্বয় করে তাদের একটা ভাল অবস্থানে দাঁড় করানোই হবে আমার লক্ষ্য।’ কথাগুলো যার তিনি মাহবুব হোসেন রক্সি। সাবেক এই তারকা ফুটবলার এখন বাফুফের বয়সভিত্তিক দল (অ-১৯) ছেড়ে যোগ দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় দল শেখ জামাল ধানম-ি ক্লাবে। আজ রবিবার নতুন ক্লাবের কোচ হিসেবে প্রথম পরীক্ষা হবে তার। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে আজ শেখ জামাল মোকাবেলা করবে টিম বিজেএমসিকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল ৪টায়। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চলতি লীগে শেখ জামাল আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় এবং সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বিজেএমসি। আজকের ম্যাচে কি বিজেএমসিকে হারাতে পারবে ‘বেঙ্গল ইয়োলা’রা? ‘প্রতিপক্ষ হিসেবে বিজেএমসিকে অবশ্যই সমীহ করছি এবং সে অনুযায়ীই দলকে খেলানোর জন্য প্রস্তুত করছি। বিজেএমসির সঙ্গে আশাকরি আজ লড়াকু একটা ম্যাচ হবে এবং আমরা জিতে শেখ জামালের সমর্থকদের পূর্ণ তিন পয়েন্ট উপহার দিতে পারব। আমি বিশ্বাস করি ফলে নয়, কর্মে।’ আত্মপ্রত্যয়ী জবাব রক্সির। তিনি আরও যোগ করেন, ‘ইতোমধ্যেই শেখ জামাল ১২ ম্যাচ খেলে ফেলেছে। কাজেই আমি আর ১০ ম্যাচ পাব। এই ম্যাচগুলো খেলে এখন যে অবস্থানে আছি, তারচেয়ে আরও ভাল অবস্থানে যাওয়াই হবে আমার চ্যালেঞ্জ।’ নাইজিরিয়ান জোসেফ আফুসি চলে যাওয়ার একদিনের মধ্যেই নতুন কোচ হিসেবে রক্সিকে নিয়োগ দেয় শেখ জামাল ধানম-ি। বাফুফের বেতনভুক্ত কোচ হওয়ায় আপাতত স্বল্প সময়ের জন্য নিয়োগ দেয়া হয়েছে তাকে। বাফুফের কাছ থেকে ইতোমধ্যেই গ্রিন সিগনাল (অনাপত্তিপত্র) পেয়ে গেছেন রক্সি। ফলে বৃহস্পতিবারই দলকে নিয়ে কাজে নেমে পড়েন তিনি। আরামবাগের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু রক্সির। ১৯৯৮ সাল পর্যন্ত টানা ৯ বছর খেলেছেন মোহামেডানে। ২০০৩ বাড্ডা জাগরণী দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু। ২০০৪ সালে বাড্ডাকে চ্যাম্পিয়ন করিয়ে প্রথম বিভাগে তোলেন। জাতীয় দলেও বেশ কয়েকবার সহকারী কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার।
×