ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশের প্রথম ‘আয়রনম্যান’ আরাফাত পিকেএসএফের শুভেচ্ছাদূত

প্রকাশিত: ০৫:৪৩, ১৯ নভেম্বর ২০১৭

দেশের প্রথম ‘আয়রনম্যান’ আরাফাত পিকেএসএফের শুভেচ্ছাদূত

স্টাফ রিপোর্টার ॥ প্রতিযোগিতার তিনটি ধাপ শেষ করতে সময় বেঁধে দেয়া হয় ১৭ ঘণ্টা। শুরুটা হয় ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতারের মধ্য দিয়ে। সাঁতার শেষ করে ডাঙায় ওঠার সঙ্গে সঙ্গেই প্রত্যেক প্রতিযোগীকে সাইকেল চালাতে হয় ১৮০ কিলোমিটার। সর্বশেষ ধাপে দৌড়াতে হয় একটি ফুল ম্যারাথন (৪২ দশমিক ২ কিলোমিটার) দৌড়। সাঁতার, সাইক্লিং এবং ম্যারাথনের এ সম্পূর্ণ পথটি পাড়ি দিতে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত সময় নিয়েছেন ১২ ঘণ্টা ৪৩ মিনিট ২৮ সেকেন্ড। এর মাধ্যমে তিনি পেয়েছেন বাংলাদেশের ‘প্রথম আয়রনম্যানের’ স্বীকৃতি। গত ১১ নবেম্বর মালয়েশিয়ার লাংকাওয়িতে অনুষ্ঠিত হয় আয়রনম্যান -২০১৭ প্রতিযোগিতা। বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং এই আসরে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন আরাফাত। প্রথম বাংলাদেশী হিসেবে ‘আয়রনম্যান’ খেতাব অর্জন করার জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আজ রবিবার আরাফাতকে সংবর্ধনা দেবে। একই সাথে তাকে পিকেএসএফ-এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা দেয়া হবে। রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে এ আয়োজনে উপস্থিত থাকবেন পিকেএসএফের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল করিম।
×