ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাণ্ডায় বাড়ি দখল করে মালিক পরিবারকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৫:৪৩, ১৯ নভেম্বর ২০১৭

মাণ্ডায় বাড়ি দখল করে মালিক পরিবারকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মাণ্ডায় জোরপূর্বক একটি বাড়ি দখল করে বাড়ির মালিক পরিবারকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেন ফরহাদ হোসেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০১১ সালে দেলোয়ার হোসেন নয়ন ও তার মা রমিজা খাতুনের কাছ থেকে পৌনে ১১ লাখ টাকায় পৌনে ছয় শতাংশ জমি কেনেন। পরের বছর একই ব্যক্তির কাছ থেকে সোয়া ১২ শতাংশ জমি পৌনে চার লাখ টাকা কেনেন। জমিতে মাটি ভরাট করেন। জমির চারপাশে সীমানা প্রাচীর দিয়ে ঘর তৈরি করে সেখানে তারা বসবাস করে আসছিলেন। স্থানীয় সন্ত্রাসী খসরু চৌধুরী ও রোকনুজ্জামান দিপুসহ তাদের ক্যাডাররা তার জমি জোরপূর্বক দখল করে অস্ত্রের মুখে তাদের সেখান থেকে বিতাড়িত করে। দখলকারীরা তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে। খসরু তিনটি হত্যা মামলার আসামি। ২০১১ সালে বিদেশী অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক হয়েছিল সে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি এমন ঘটনার বিচার দাবি করেছেন।
×