ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গুম, নিখোঁজের নাটক- একে একে ফিরে এসেছেন ৬ জন

প্রকাশিত: ০৫:৩৫, ১৯ নভেম্বর ২০১৭

গুম, নিখোঁজের নাটক- একে একে ফিরে এসেছেন ৬ জন

বিশেষ প্রতিনিধি ॥ অনেক নাটকীয়তার জন্ম দিয়ে একে একে রহস্যেঘেরা ‘গুম, নিখোঁজ’ ব্যক্তিরা ফিরে আসছেন। আরএমএম লেদার্সের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ রায় দীর্ঘ ১৯ দিন আগে ফিরে আসলেও এতদিন বিষয়টি গোপন রেখে পারিবারিকভাবে তার ফিরে আসার ঘোষণা দেয়া হয়েছে গত শুক্রবার। অনিরুদ্ধ রায়ের ফিরে আসার মধ্য দিয়ে গত তিন মাসে রাজধানীর নিখোঁজ ১২ জনের মধ্যে ৬ জন ফিরে এসেছেন। যারা ফিরে এসেছেন তারা এত দিন কোথায় কার কাছে কিভাবে ছিলেন সেই বিষয়ে ফিরে আসা ব্যক্তিসহ তার পরিবারের লোকজন মুখ খুলছেন না। নিখোঁজ বা গুম হওয়া তাদের পরিবারের কাছে ফিরে আসার প্রতীক্ষার প্রহরের অবসান ঘটাতে তাদের খোঁজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সূত্রে এ খবর জানা গেছে। আরএমএম লেদার্সের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ রায় বেলারুশের অনারারি কনসাল ছিলেন। কানাডার নাগরিক অনিরুদ্ধ টরন্টো-ঢাকা মিলিয়েই থাকেন। তিনি ৩ মাস ১৮ দিন পর ফিরে আসার কথা শুক্রবার পারিবারিকভাবে জানানো হলেও প্রকৃতপক্ষে ফিরে আসেন গত ৩০ অক্টোবর। ৩০ অক্টোবর ফিরে আসার পর চিকিৎসার উদ্দেশ্যে ভারত যান গত ৩ নবেম্বর। গত ৩ নবেম্বর থেকে ১৭ নবেম্বর পর্যন্ত ফিরে আসার খবরটি জানানো হয়নি। এতেই রহস্যের সৃষ্টি হয়। শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে ফিরে আসার খবরটি জানানো হলেও এতদিন কোথায় কিভাবে ছিলেন সেই বিষয়ে তিনি বা তার পরিবার মুখ খুলছেন না। গত ২৭ আগস্ট বিকেলে ঢাকার কূটনীতিক পাড়া গুলশানের ১ নম্বর সেকশনের ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে একটি মাইক্রোবাসে অনিরুদ্ধকে তুলে নেয়া হয়েছিল বলে তার গাড়িচালক জানান। গাড়িচালক বলেছিলেন, অনিরুদ্ধ রায় নিজের গাড়িতে উঠার সময় দুই লোক এসে তার সঙ্গে কথা বলেন। তারপর পাশে ডেকে নিয়ে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে তুলে নেন। অনিরুদ্ধকে তুলে নেয়ার পর উদ্বেগ জানিয়ে তাকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিল হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ। অনিরুদ্ধের পর সাংবাদিক উৎপল দাশ, বিশ্ববিদ্যালয় শিক্ষক মোবাশ্বার হাসান সিজারসহ কয়েকজন নিখোঁজ হন। এসব ঘটনায় সরকারী সংস্থাগুলোর সম্পৃক্ততার অভিযোগও ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান ওই অভিযোগ অস্বীকার করে গত সপ্তাহেই বলেছিলেন, নিখোঁজদের উদ্ধারে জোর তৎপরতা চলছে। তারা আশাবাদী, অচিরেই নিখোঁজদের ফিরে পাওয়া যাবে। শুক্রবার ভোরে অনিরুদ্ধ রায় গুলশানের বাসায় ফিরে আসেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী শাশ্বতী রায়। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক গণমাধ্যমে বলেছেন, অনিরুদ্ধ রায়ের ফেরার বিষয়ে কিছু জানেন না তারা। অনিরুদ্ধ রায় ফিরে আসার আগে যারা ফিরে এসেছেন তাদের মধ্যে ১৭ দিন নিখোঁজ থাকার পর ফিরে আসেন বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি) সভাপতি মিঠুন চৌধুরী ও দলের কেন্দ্রীয় নেতা আসিত ঘোষ অসিত। তাদেরকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে মিঠুনের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে। আর তার সঙ্গে ষড়যন্ত্রে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় অসিতকে। গত সোমবার পল্টন এলাকা থেকে মিঠুন চৌধুরী ও মঙ্গলবার সেগুনবাগিচা থেকে অসিত চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন, অনিরুদ্ধ ছাড়াও ফিরে এসেছেন দক্ষিণ বনশ্রী থেকে নিখোঁজ নকিয়া-সিমেন্সের সাবেক প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ, এভেনটিস-স্যানোফির ফার্মাসিস্ট জামাল রহমান ও শাজাহানপুর থেকে ফল ব্যবসায়ী গিয়াস উদ্দিন। এ ছাড়াও ফিরে এসেছেন বিজেপির দুই নেতা মিঠুন চৌধুরী ও আসিত ঘোষ। কদমতলী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার চৌধুরী আবদুল্লাহ আল ফারুক কিছুদিন আগে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এতে তিনি সরকার উৎখাতের ষড়যন্ত্রে মিঠুন চৌধুরী ও আসিতের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। ছয় জন ফিরে আসার ঘটনায় তাদের পরিবারে উদ্বেগ, উৎকণ্ঠার অবসান ঘটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা গত তিন মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রহস্যজনক ‘নিখোঁজ’ ১২ জনের মধ্যে এ নিয়ে ৬ জন ফিরে আসার ঘটনা নিশ্চিত করে বলেছেন, বাকি ৬ জনকেও সন্ধান করা হচ্ছে। যে ৬ জন এখনও নিখোঁজ রয়েছে তারা হচ্ছেন, নর্থসাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মুবাশ্বার হাসান সিজার, করিম ইন্টারন্যাশনাল নামের একটি পুস্তক আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তানভীর ইয়াসিন করিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সাদাত আহমেদ, কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আমিনুর রহমান, কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইশরাক ও সাংবাদিক উৎপল দাস। নিখোঁজদের খুঁজে বের করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি সর্বাত্মক চেষ্টা করার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশ দেয়া হয়েছে বলে গোয়েন্দা কর্মকর্তার দাবি।
×