ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন কুষ্টিয়া মহিলা ক্রীড়া সংস্থা

প্রকাশিত: ০৫:১২, ১৯ নভেম্বর ২০১৭

চ্যাম্পিয়ন কুষ্টিয়া মহিলা ক্রীড়া সংস্থা

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুইদিনব্যাপী ‘আন্তঃজেলা বয়সভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতা’ ঢাকার ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে শেষ হয়েছে। এতে দলগত চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া জেলা মহিলা ক্রীড়া সংস্থা এবং রানার্সআপ হয়েছে ঝিনাইদহ জেলা মহিলা ক্রীড়া সংস্থা। শনিবার সমাপনী দিনে বিভিন্ন ইভেন্টে স্বর্ণপদক জেতে ৫০ মিটার বাটারফ্লাই গ্রুপ-ক’তে (৮-১০ বৎসর) পলি খাতুন (ঝিনাইদহ), ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডলে গ্রুপ-খ’তে (১১-১২ বৎসর) সুমাইয়া খাতুন (কুষ্টিয়া), ৫০ মিটার ফ্রি স্টাইলে, গ্রুপ-ক’তে (১৩-১৪ বৎসর) মিমিয়া আক্তার (কুষ্টিয়া), ৫০ মিটার ফ্রি স্টাইলে, গ্রুপ-খ’তে (১১-১২ বৎসর) তাজমিরা (কুষ্টিয়া), ৫০ মিটার ব্যাক স্ট্রোকে, গ্রুপ-ক’তে (৮-১০ বৎসর) সপ্তমী (মাদারীপুর), ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে, গ্রুপ-খ’তে (১১-১২ বৎসর) তাজমিরা (কুষ্টিয়া), ১০০ মিটার ফ্রি স্টাইলে, গ্রুপ-গ’তে (১৩-১৪ বৎসর) ইরানী (কুষ্টিয়া), ১০০ মিটার ফ্রি স্টাইলে, বিশেষ গ্রুপ (১৪ বৎসর উর্ধ) ইসামণি (কিশোরগঞ্জ)। এছাড়া ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় গ্রুপ-ক’তে (৮-১০ বৎসর) সপ্তমী (মাদারীপুর), গ্রুপ-খ’তে (১১-১২ বৎসর) তাজমিরা (কুষ্টিয়া) এবং গ্রুপ-গ’তে (১৩-১৪ বৎসর) মিমিয়া আক্তার (কুষ্টিয়া)। প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া পরিদফতরের পরিচালক ডাঃ আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী আনজুমান আরা আকসির, সাধারণ সম্পাদিকা হামিদা বেগম, সাঁতার সাব-কমিটির আহ্বায়ক রাবেয়া খাতুন, সদস্য সচিব আয়েশা বেগম প্রমুখ।
×