ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি২০ ক্রিকেটে ছক্কা হাঁকানোর রাজারা

প্রকাশিত: ০৫:১১, ১৯ নভেম্বর ২০১৭

টি২০ ক্রিকেটে ছক্কা হাঁকানোর রাজারা

মোঃ মামুন রশীদ ॥ ছক্কা হাঁকানোয় পারদর্শিতা যাদের তাদের নিয়েই বিশ্বব্যাপী মাতামাতি। ক্রিকেট মাঠে ব্যাট হাতে ব্যাটসম্যানদের বিধ্বংসী ইনিংস ক্রিকেট ভক্ত-সমর্থকদের করে অনেক বেশি আনন্দিত। আর ছক্কা হাঁকানোর জন্যই যেন মুখিয়ে থাকেন কিছু ব্যাটসম্যান, যাদের স্বভাবটাই যে কোন বোলারকে পিটিয়ে মারদাঙ্গা মনোভাব নিয়ে আবির্ভূত হওয়া। সে তালিকায় বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বে যারা আছেন তাদের মধ্যে ডেভিড মিলার, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, কলিন মুনরো, এভিন লুইস, কোরি এ্যান্ডারসনসহ অনেকেরই নাম জোরালোভাবে শোনা যায়। কিন্তু এখন পর্যন্ত এক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে ক্রিস গেইল, কাইরন পোলার্ড আর ব্রেন্ডন ম্যাককালাম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতোমধ্যেই অবসরে গেছেন নিউজিল্যান্ডের ম্যাককালাম, অনিয়মিত দুই ওয়েস্ট ইন্ডিয়ান গেইল ও পোলার্ড। তবে সারাবিশ্বে যে কোন পর্যায়ে টি২০ ক্রিকেট মাতিয়ে চলেছেন তারা ছক্কার বৃষ্টি ঝরিয়ে। এক্ষেত্রে ৭৭২ ছক্কা হাঁকিয়ে ইতোমধ্যেই সর্বকালের সেরা গেইল। এবার তার স্বদেশী পোলার্ডও ছুঁয়ে ফেলেছেন ৫০০ ছক্কার মাইলফলক। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে দুপুরের ম্যাচে ঢাকা ডায়নামাইটসের হয়ে ব্যাট করতে নেমে ৩ ছক্কা হাঁকিয়ে এ কীর্তি গড়েন পোলার্ড। ওয়ানডে ক্রিকেটেও ধীরগতির ব্যাটিংয়ে দর্শকদের নিদ্রামগ্ন করেছিল সুনীল গাভাস্কারের ব্যাটিং যিনি পুরো ৬০ ওভার ক্রিজে থেকে মাত্র ৩৬ রান করে অপরাজিত ছিলেন। সেই সময়টা এখন নেই। এখন ব্যাটসম্যানদের আগ্রাসন চালানোর ক্রিকেট সবখানে। সে কারণেই নতুন ফরমেট হিসেবে টি২০ ক্রিকেটের আবির্ভাব। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরমেটের এ ক্রিকেটে তার অনেকখানিই মেটে ক্রিকেটভক্ত-সমর্থকদের। এক্ষেত্রে সবার মনের তৃষ্ণা মেটাতে সবচেয়ে পারঙ্গম ব্যাটসম্যান গেইল। তিনি সেটা প্রমাণ করেছেন বিশ্বের সবগুলো বড় ও জনপ্রিয় টি২০ আসরগুলোয় ঝড়ো ব্যাটিং করে। যে কোন পর্যায়ের টি২০ ক্রিকেটে (ঘরোয়া ও আন্তর্জাতিক) ৩০৯ ম্যাচ খেলে তিনি ৭৭২ ছক্কা হাঁকিয়ে অন্য যে কারও চেয়ে যোজন-যোজন দূরে। এর মধ্যে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ১০৩টি। সেটাও যে কারও চেয়ে সর্বাধিক। শনিবার পোলার্ড বিপিএলে ব্যাট হাতে নামার আগে দ্বিতীয় স্থানে ছিলেন ৪৯৭ ছক্কা হাঁকিয়ে। এদিন তিনি ব্যাট হাতে ঝড় তোলেন, ২৫ বলে ৫ চার, ৩ ছক্কায় করেন ৫২ রান। আর এতেই বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি২০ ক্রিকেটে ৫০০ ছক্কার মাইলফলক স্পর্শ করে ফেলেন তিনি। তার ৫০০তম ছক্কা আসে হোসেন আলীর বলে। ডায়নামাইটস ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে বল আছড়ে ফেলেন পোলার্ড। এই মাইলফলক ছুঁতে পোলার্ডকে খেলতে হয়েছে ৩৯২ ম্যাচ। ছক্কার পাশাপাশি চার হাঁকাতেও পটু পোলার্ড। ক্যারিয়ারে মোট চারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৪। আর ছয়টি চার হলে ৫০০ বাউন্ডারির কীর্তিও হবে তার। চার হাঁকানোর দিক থেকেও গেইল ধরাছোঁয়ার বাইরে। তিনি টি২০ ক্যারিয়ারে এখন পর্যন্ত হাঁকিয়েছেন ৮০৪টি চার। দ্বিতীয় স্থানে থাকা ম্যাককালাম হাঁকিয়েছেন ৭৮৪টি চার। এখন পর্যন্ত টি২০ ক্রিকেটে ২৫ জন ব্যাটসম্যান ৫০০ চার হাঁকানোর মাইলফলক পেরিয়েছেন। তবে ম্যাচ খেলার দিক থেকে পোলার্ডের চেয়ে পিছিয়ে গেইল। ৩৯২ ম্যাচ খেলেছেন পোলার্ড। তবে ছক্কার তালিকায় তিনে থাকা (মোট ৩৯৯টি, আন্তর্জাতিক ম্যাচে ৯১) ম্যাককালাম ম্যাচ খেলেছেন ২৯৭টি। গেইল তার ছক্কা হাঁকানোর ব্যাপারে অনেক আগে থেকেই বেশ কয়েকবার বলেছেন, ‘আমার মূল লক্ষ্য থাকে দর্শকদের বিনোদন দেয়া। সেজন্য আমি শুধু ছক্কা হাঁকাতে চাই।’ পোলার্ডও তেমনই। তবে যাদের নিয়ে এই আলোচনা তারা একটি রেকর্ড এখনও ছুঁতে পারেননি। সেটা হচ্ছে এক ওভারে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড। সেটা ভারতের অলরাউন্ডার যুবরাজ সিংয়ের দখলে। তিনি ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে ডারবানে হওয়া ম্যাচে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছিলেন। তবে ব্যক্তিগত এক ইনিংসে চার-ছক্কায় সর্বাধিক রান নেয়ার ক্ষেত্রে এগিয়ে গেইল। তিনি ২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুুরুর হয়ে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন। সে ম্যাচে তিনি ১৩ চার ও ১৭ ছয় হাঁকান, বাউন্ডারিতে রান আসে ১৫৪! এটিই এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোরও রেকর্ড টি২০ ক্রিকেটে। গেইল মাত্র ৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দ্রুততম শতকেরও মালিক। তিনি এই ম্যাচটিতেই সেটি করেছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘কিলার’ ব্যাটসম্যান হিসেবে পরিচিত মিলার দ্রুততম সেঞ্চুরির রেকর্ডধারী। গত মাসেই পোচেফস্ট্রুুমে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকান এ প্রোটিয়া ব্যাটসম্যান। টি২০ ক্রিকেটে গেইল-ম্যাককালাম বিনোদনের ফেরিওয়ালা। মাঝে মধ্যে এই বিনোদন দেন পোলার্ডও। তবে এই তিনজনের মধ্যে একটি বিষয় বেশ বিস্ময় জাগায়। আর তা হলো সেঞ্চুরি। টি২০ ক্যারিয়ারে গেইল সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৮টি, হাফ সেঞ্চুরি ৬৫টি। ম্যাককালামের সেঞ্চুরি ৭টি, হাফ সেঞ্চুরি ৪৩টি। কিন্তু পোলার্ড একটি জায়গায় শুধু হতাশা ছড়িয়েছেন। কারণ টি-টোয়েন্টি ক্যারিয়ারে পোলার্ডের একটি শতকও নেই। সর্বোচ্চ রানের ইনিংস ৮৯ অপরাজিত। তবে অর্ধশতক করেছেন ৩৮টি। এবার বিপিএলে শুরু থেকেই ঢাকার হয়ে খেলা পোলার্ড গত দুটি ম্যাচেই বিস্ফোরক ইনিংস খেলেছেন। তার আগে পোলার্ডের ব্যাট সেভাবে হাসেনি। সিলেট সিক্সার্সের বিরুদ্ধে বিপিএলের উদ্বোধনী ম্যাচে করেছিলেন ১১ রান। পরের ম্যাচে খুলনা টাইটান্সের বিরুদ্ধে ৫। ১৪ নবেম্বর খুলনার বিরুদ্ধে প্রথমবারের মতো ঝলক দেখান পোলার্ড। ২৪ বলে ৩ চার, ৬ ছক্কায় করেন ৫৫!
×