ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার এমপিসহ আহত ৪ জন

প্রকাশিত: ০৫:১০, ১৯ নভেম্বর ২০১৭

সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার এমপিসহ আহত ৪ জন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৮ নবেম্বর ॥ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদসহ (৭৬) চারজন আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। আহতরা হলো সংসদ সদস্যের ভাতিজা রিপন (৩৮), শাজাহান (৪০) ও গাড়ির চালক মঞ্জু (৩৫)। এরা এমপির সফরসঙ্গী ছিলেন। টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম জানান, সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মাইক্রোবাসযোগে গাইবান্ধা থেকে দুপুর ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তাদের মাইক্রোবাসটি মির্জাপুরের নাটিয়াপাড়া এসে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা লোটন পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসে থাকা এমপি গোলাম মোস্তফা আহমেদসহ চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গোলাম মোস্তফা এমপির শারীরিক অবস্থার অবনতি হলে তাকেসহ চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রাশাসক খান মোহাম্মদ নুরুল আমীন, পুলিশ সুপার মাহবুব আলমসহ পুলিশের কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন। তারা আহত এমপির খোঁজখবর নেন।
×