ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচন পরিচালনার ভার দিতে হবে ॥ রিজভী

প্রকাশিত: ০৫:০৭, ১৯ নভেম্বর ২০১৭

নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচন পরিচালনার ভার দিতে হবে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচন পরিচালনার ভার দিয়ে ক্ষমতা থেকে সরে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনবিচ্ছিন্ন ভোটারবিহীন সরকার ক্ষমতায় থাকলে দেশের পরিণতি হবে ভয়াবহ। জনগণের ক্রোধ এত তীব্র হবে যে র‌্যাব-পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনী দিয়েও নিজেদের রক্ষা করতে পারবেন না। তিনি শনিবার দুপুরে খুলনা মহানগরীর ইউনাইটেড ক্লাবে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর ইউনাইটেড ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও খুলনা জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু। এস এম মনিরুল হাসান বাপ্পীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি শেখ মুজিবর রহমান, খান রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, খান জুলফিকার আলী জুলু, শফিকুল আলম তুহিন, মনিরুজ্জামান মন্টু, খান আলী মুনসুর, শেখ আব্দুর রশিদ, চৌধুরী কওসার আলী, আবু হোসেন বাবু, জি এম কামরুজ্জামান টুকু প্রমুখ। রুহুল কবির রিজভী আরও বলেন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন বিভাগ সব কিছুই প্রধানমন্ত্রী একক নিয়ন্ত্রণে নিতে চান। প্রধান বিচারপতি মনে করেছিলেন, ষোড়শ সংশোধনীর ফলে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হবে। এ নিয়ে কথা বলায় তাকে শুধু পদ নয়, দেশ ছাড়তে হয়েছে। এখন একজন নির্বাচন কমিশনার বলেছেন, আগামী নির্বাচনে সেনা মোতায়েন হবে এবং ইভিএমএ ভোট হবে না। কিন্তু এ কথা শেখ হাসিনা শুনতে চান না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পছন্দে নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। তার অধীনে নির্বাচন হলে ভোটের আগের রাতেই নৌকা মার্কায় সিল মেরে বাক্স ভরে ফেলা হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সভায় অধিকাংশ বক্তা তাদের বক্তব্যে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাকে দলীয় মনোনয়ন প্রদানের জোরাল দাবি জানান।
×