ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরপাড়ায় সহিংসতা ॥ টিটু রায় আরও ৪ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:০৬, ১৯ নভেম্বর ২০১৭

ঠাকুরপাড়ায় সহিংসতা ॥ টিটু রায় আরও ৪ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৮ নবেম্বর ॥ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতারকৃত টিটু রায়ের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার টিটু রায়ের ৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে এনে পুনরায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী গোয়েন্দা পুলিশ (উত্তর) উপ-পরিদর্শক বাবুল ইসলাম। পরে শুনানি শেষে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার বিকেলে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করে টিটু রায়কে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিয়ে আসা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর গোয়েন্দা পুলিশ (উত্তর) উপ-পরিদর্শক বাবুল ইসলাম টিটু রায়ের পুনরায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে তদন্তকারী কর্মকর্তা বলেন, আসামিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকায় এবং ঘটনার মূল আসামি এবং ইন্ধনদাতা কারা কারা তার সঙ্গে জড়িত তাদের নাম ঠিকানাসহ সার্বিক বিষয়ে আরও তথ্য সংগ্রহ করার জন্য ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে বিজ্ঞ বিচারক টিটু রায়ের পুনরায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ডিবি পুলিশের ওসি (উত্তর) শরিফুল ইসলাম জানান, আমরা টিটু রায়ের ১০ দিনের রিমান্ডের আবেদন করলেও বিজ্ঞ বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গত ১৩ নবেম্বর গভীর রাতে টিটুকে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলনা চিড়াভিজা এলাকার তার এক আত্মীয় কৈলাশ চন্দ্র রায়ের বাড়ি থেকে গ্রেফতার করে রংপুরের পুলিশ। মহানবীকে (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ এনে গত ৬ নবেম্বর রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের মুদি ব্যবসায়ী রাজু মিয়া টিটুর বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। মামলা নং (৯)। এ নিয়ে গত শুক্রবার ঠাকুরবাড়ি গ্রামে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রতিনিধি দলের পরিদর্শন ॥ ঠাকুরপাড়ার ঘটনা সংঘটনের আগে প্রশাসন পুলিশ যদি নিরাপত্তা বলয় তৈরি করতে পারত তাহলে এ তা-বের ঘটনা এবং হতাহতের ঘটনা হয়তবা ঘটত না। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত এ্যাডভোকেট বলেছেন, রংপুরের ঠাকুরপাড়ার ঘটনা সংঘটনের আগে প্রশাসন পুলিশ যদি নিরাপত্তা বলয় তৈরি করতে পারত তাহলে এ তা-বের ঘটনা এবং হতাহতের ঘটনা হয়তোবা ঘটত না। পুলিশ কোন দায়িত্বশীল ভূমিকাই পালন করেননি বলে অভিযোগ করেন তিনি। শনিবার দুপুরে রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়া গ্রামে হিন্দুদের ওপর তা-বের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের দেখতে সেখানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তিনি বলেন, এর আগেও এ ধরনের ঘটনা দেখেছি। বিএনপি ও জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে কোন মামলা হতো না। এখন মামলা হয় কিন্তু কিছুদিনের মাথায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে পুলিশ প্রশাসন আর রাজনৈতিক দল সকলে মিলে সভা করার নামে ঘটনা ধামাচাপা দেবার অপচেষ্টা করে। ফলে মামলার চার্জশীট হয়না ফাইনাল রিপোর্ট দিয়ে দেয়। আজ পর্যন্ত এ ধরনের কোন ঘটনার বিচার হয়েছে বলে আমার জানা নেই। রানা দাস গুপ্ত বলেন, টিটু রায়কে ফেসবুকে স্ট্যাটাস দেবার ঘটনা পুলিশই বলেছে সে লেখাপড়া জানে না অথচ তাকে গ্রেফতার করে রিমান্ডে নিল। আর তা-বের ঘটনায় যারা জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও এখন পর্যন্ত তাদের কাউকেই রিমান্ডে নেয়নি পুলিশ। এর মানে কি এক দেশে দুই বিচার ? তিনি রংপুর পুলিশের কঠোর সমালোচনা করে বলেন তারা টিটু রায়কে নিয়ে খেলা শুরু করেছে। তিনি অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করার দাবি জানিয়ে বলেন, নিরীহ মানুষকে হয়রানি করবেন না। পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় সংগঠনের সভাপতি কাজল দেবনাথ সভাপতি ম-লীর সদস্য সচিন রায়সহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। আরেক ইউপি সদস্য গ্রেফতার ॥ ফেসবুকে ধর্ম অবমাননার স্ট্যাটাস দেয়ার অভিযোগে রংপুরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় আরও এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে রংপুর সদর উপজেলার মমিনপুর বাজার থেকে সিরাজুল ইসলাম নামের ওই ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়। সিরাজুল ইসলাম রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য। রংপুর কোতোয়ালি থানার ওসি ফেরদৌস আহমেদ জানান, হিন্দুদের বাড়িঘরে হামলা ও আগুন দেয়ার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় সিরাজুলকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বৃহ¯পতিবার রাতে ওই ইউনিয়নের কুরশা বলরামপুর গ্রাম থেকে জয়নাল ও মহেশপুর গ্রাম থেকে ফজলুল নামে দুই ইউপি সদস্যকে আটক করেছিল পুলিশ। রংপুর সদর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের খগেন রায়ের ছেলে টিটু রায়ের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার কয়েক হাজার মানুষের মিছিল থেকে ওই গ্রামের হিন্দুদের বাড়িঘরে আগুন দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন। পুলিশ জানায়, ঠাকুরপাড়ায় হামলার ঘটনায় এখন পর্যন্ত মূল সন্দেহভাজন ওলামা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সভাপতি এনামুল হক মাজেদী, খলেয়া ইউনিয়নের বিএনপি নেতা মাসুদ রানা, রংপুর জেলা পরিষদের প্রকৌশলী ফজলার রহমানসহ ইন্ধনদাতা ও অর্থের যোগানদাতাদের কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। আজ যাচ্ছে আওয়ামী লীগ প্রতিনিধিদল ॥ বিশেষ প্রতিনিধি জানান, রংপুর সদরের ঠাকুরপাড়ায় হিন্দুদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাস্থল আজ রবিবার পরিদর্শনে যাচ্ছেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সকালে বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুরে পরে সড়ক পথে ঘটনাস্থলে যাবেন তাঁরা। প্রতিনিধি দলে আরও রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী এবং উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ করবেন। ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে গত ১০ নবেম্বর রংপুর সদরের ঠাকুরপাড়ায় হিন্দুদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে একদল লোক। এতে নয়টি হিন্দু পরিবারের ১৮টি ঘর ভস্মীভূত হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাবিবুর রহমান নামে একজন নিহত হন। পুলিশসহ আহত হন আরও ৩০ জন।
×