ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারী নির্যাতন রোধে সেমিনার

প্রকাশিত: ০৪:২০, ১৯ নভেম্বর ২০১৭

নারী নির্যাতন রোধে সেমিনার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ নারীর প্রতি সহিংসতা রোধে পারিবারিক ও সামজিক মূল্যবোধের বিকাশসহ জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়ে শহরে শনিবার অনুষ্ঠিত হয়েছে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সেমিনার। পুলিশ প্রশাসনের আয়োজনে ‘সাসটেইনেবল ইনিশিয়েটিভ টু প্রটেক্ট উইমেন এ্যান্ড গার্লস ফ্রম জেন্ডার বেইজড ভায়োলেন্স’ প্রকল্পের আওতায় এই সেমিনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (্এ্যাডিশনাল ডিআইজি) মাহবুবুর রহমান ভুইয়া। জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল স্বাগত বক্তব্য দেন। আদিবাসী সম্মেলন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ৩ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ কৃষক-কিষানি ও আদিবাসীদের জেলা সম্মেলন দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষক ফেডারেশন, কিষানি সভা ও আদিবাসী সমিতির আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি তারক চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের (একাংশের) সভাপতি বদরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক ফেডারেশন বাংলাদেশের (একাংশ) সভাপতি জায়েদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক স্বপন ভুইয়া, কিষানি সভার সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন প্রমুখ।
×