ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৪:২০, ১৯ নভেম্বর ২০১৭

 টু ক রো  খ ব র

দম্পতিকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৮ নবেম্বর ॥ দুই শিশু সন্তানের চোখের সামনে তার বাবা ও মাকে বিবস্ত্র করে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বাউফলে কেশবপুর ইউনিয়নের ভড়িপাশা গ্রামে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, জমিজমা নিয়ে প্রতিপক্ষ একই এলাকার আবদুর রব গংদের সঙ্গে রহিম সরদারের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে রহিম সরদার বিরোধীয় জায়গা থেকে একটি রেনট্রি গাছ কাটার সময় প্রতিপক্ষ আবদুর রব ও তার ভাই হাবিব ও শাহিনসহ ৪/৫ জন বাধা দেয়। এ নিয়ে তর্ক বির্তকের একপর্যায়ে প্রতিপক্ষ আবদুর রহিমকে মারধর করতে থাকে। এ সময় তার চিৎকারে স্ত্রী রেখা বেগম (৩০) ও তার দুই শিশু সন্তান হোসেন (১২) ও রিয়া (৫) এগিয়ে আসলে প্রতিপক্ষ রেখা বেগমকে এলোপাতাড়িভাবে পেটাতে থাকে। একপর্যায়ে রেখা বেগমের পরনের স্যালোয়ার কামিজ ছিড়ে প্রায় বিবস্ত্র করে ফেলে। এরপর চুলের মুঠি ধরে তাকে মাটিতে ফেলে পিঠে ও পেটে লাথি মারতে থাকে। এ সময় তার গোপনাঙ্গ থেকে প্রচুর রক্তপাত হয়। এতেও প্রতিপক্ষ ক্ষান্ত হননি, রেখা বেগমের ডান হাত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মারধরের একপর্যায়ে রেখা বেগম অজ্ঞান হয়ে পরলে প্রতিপক্ষ ঘটনাস্থল থেকে চলে যায়। আহত রেখা বেগমকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবলীগ নেতার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৮ নবেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় মিজানুর রহমান নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার দুপুরে তিনি রাজধানীর বনশ্রী এলাকার ফরাজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত সোমবার দুপুরে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হন। নিহত মিজানুর রহমান উপজেলার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগড় এলাকার আলম মিয়ার ছেলে। ছাত্রদলের ৬ নেতাকর্মী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৮ নবেম্বর ॥ জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবুসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে জেলা শহরের নাগড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানের গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল করার জন্য নাগড়া এলাকায় ফরিদ হোসেন বাবুর বাসার সামনে জড়ো হলে পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালায়। অভিযানে সভাপতি ফরিদ হোসেন বাবুসহ ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। প্রতিমা ভাংচুর ॥ আটক ৬ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ নবেম্বর ॥ শুক্রবার গভীর রাতে আত্রাই উপজেলার প্রত্যন্ত বড়কালিকাপুর (ভাটোপাড়া) গ্রামের কালীমন্দিরের কালী প্রতিমাসহ সব প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে কালী প্রতিমাসহ মহাদেব, ডাকিনী-যোগিনীসহ ৫টি প্রতিমার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ভাংচুর করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পার্শ্ববর্তী রানীনগর উপজেলার মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মেরিয়া গ্রামের মৃত লোকমান প্রামাণিকের পুত্র শহীদুল ইসলাম প্রামাণিকসহ ৬ জনকে গ্রেফতার করেছে আত্রাই থানার পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলো, বড়কালিকাপুর গ্রামের স্বপন, একই গ্রামের রতন খন্দকার, রানীনগরের মেরিয়া গ্রামের পলাশ খান, একই গ্রামের রনি ইসলাম ও কামাল প্রাং। এরা সকলেই ক্ষমতাসীন দলের কর্মী বলে জানা গেছে। অবশেষে কথিত পীর গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৮ নবেম্বর ॥ কথিত পীর মোঃ আলতাপ হোসেন ওরফে মিন্টু ওরফে শাহ সিদ্দিকী হুজুরকে পুলিশ গ্রেফতার করেছে। চতুর্থ স্ত্রী আছমা বেগমকে বেধড়ক মারধর করে চার সন্তানকে রেখে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় আলতাপকে গ্রেফতার করা হয়। কলাপাড়া থানার এসআই জিয়া আলতাপকে দীঘর বালিয়াতলী গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেছে। পাঁচটি বিয়ে করা আলতাপকে গ্রেফতার করে জানা গেছে নাটকীয় কাহিনী। বের হয়েছে তার কথিত পীর বনে যাওয়ার গল্প। কলাপাড়া থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান, আছমা বেগমকে কতটা নির্দয় এবং নির্মমভাবে মারধর ও নির্যাতন করা হয়েছে তা তিনি মহিলা পুলিশের মাধ্যমে অবগত হয়েছেন। তার কথায়, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে আছমাকে। বিয়ের ১২ বছরে অন্তত কয়েক শ’ বার মারধর লাঠিপেটা করা হয়েছে। আছমা জানায়, আলতাপ হোসেন কৌশলে মারধর নির্যাতন করে এক এক করে আরও চারজন স্ত্রীকে বাড়ি ছাড়া করেছেন। তিনি নিজে কাউকে তালাক দেননি। স্ত্রীরা নির্যাতন সহ্য করতে না পেরে সন্তান-সন্ততি নিয়ে বাড়ি ছেড়েছে। পাঁচ স্ত্রীর সংসারে মোট নয় সন্তান রয়েছে। চতুর্থ স্ত্রী ছাড়া অন্য কোন সন্তানেরও খোঁজ-খবর রাখেননি। শুক্রবার দৈনিক জনকণ্ঠে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হলে পুলিশ এ্যাকশনে নামে। হাসপাতালকে আর্থিক সহযোগিতা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ নবেম্বর ॥ স্থানীয় দাতা ও প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় শনিবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সার্বিক উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ উপলক্ষে হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ আবু মোঃ খয়রুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, এএসপি সার্কেল হাসিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, শিশু বিশেষজ্ঞ ডাঃ শাহজাহান নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী মোদাচ্ছের হোসেন প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ। ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালের সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য সরকারী সহযোগিতার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী দাতা ও প্রতিষ্ঠানের আর্থিক অনুদানে হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি, ওষুধ ও অন্যান্য সরঞ্জাম ক্রয় করা হচ্ছে। খুব অল্প সময়ের ব্যবধানে এ যাবত ৫ লাখ ৯১ হাজার টাকা হাসপাতালের উন্নয়নে জমা হয়েছে এবং ঘোষণা এসেছে ১৮ লাখসহ প্রায় অর্ধ কোটি টাকার। হত্যা মামলার আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরের চাঞ্চল্যকর মেরিন খান হত্যা মামলার পলাতক আসামি নির্ঝয়কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ শুক্রবার রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে উত্তর রাঢ়ীখালের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। মেরিন হত্যা মামলার সন্দেহভাজন আসামি পারভেজ মাঝি ওরফে সাকাকে গত ৭ অক্টোবর কয়কির্ত্তন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল।
×