ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চবির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ০৪:১৬, ১৯ নভেম্বর ২০১৭

চবির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চবি সংবাদদাতা ॥ বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে কেক কেটে কর্মসূচীর সূচনা করেন ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, সকলের সহযোগিতায় এ বিশ্ববিদ্যালয়কে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রথমবারের মতো ¯স্নাতক প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম অটোমেশন পদ্ধতিতে নেয়া হয়েছে। এ ছাড়া নানামুখী সংস্কার কাজও চলছে। এ ধারা অব্যাহত রাখতে আগামী দিনগুলোতে সকল মহলের সহযোগিতা প্রয়োজন। সভায় বক্তব্য রাখেন প্রো-ভিসি ড. শিরীণ আক্তার, রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক নেতৃবৃন্দ।
×