ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাভারে দুদকের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:১৪, ১৯ নভেম্বর ২০১৭

সাভারে দুদকের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৮ নবেম্বর ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহায়তায় মাধ্যমিক বা এর সমপর্যায় (স্কুল শাখা) এবং উচ্চ মাধ্যমিক বা এর সমপর্যায় (কলেজ শাখা) দুর্নীতি প্রতিরোধবিষয়ক চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন দুপ্রক’র সভাপতি শওকত মাহমুদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। দুর্নীতি প্রতিরোধ করতে না পারলেও দুর্নীতিবাজকে ঘৃণা করে দুর্নীতি রোধ করা সম্ভব। তাহলেই সুন্দরভাবে দেশ গড়া সম্ভব হবে। সরকারী কোন কর্মকর্তাও যদি দুর্নীতি করে থাকেন, তাহলে দুদক ব্যবস্থা গ্রহণ করে থাকে। উপজেলার স্কুলপর্যায়ের ৬টি ও কলেজপর্যায়ে ৬টি প্রতিষ্ঠান নিয়ে অক্টোবর মাসে শুরু হয়েছিল এ বিতর্ক প্রতিযোগিতা। এ প্রতিষ্ঠানগুলো থেকে শনিবার স্কুলপর্যায়ের দুটি ও কলেজপর্যায়ের দুটি প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্কুলপর্যায়ে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের স্কুল শাখার সঙ্গে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাভার রেডিও কলোনি স্কুল। এদের বিতর্কের বিষয়বস্তু ছিল ‘কেবল মাত্র কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমেই দুর্নীতি দমন করা সম্ভব।’ প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়ে এ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের স্কুল শাখা। অপরদিকে, চূড়ান্ত পর্বে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সঙ্গে বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাভার মডেল কলেজ। এদের বিতর্কের বিষয়বস্তু ছিল ‘দুর্নীতির মাত্রা কমলে উন্নতির মাত্রা বড়বে।’ বিষয়বস্তুর বিপক্ষে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ। দুটি প্রতিযোগিতায়ই মডারেটরের দায়িত্ব পালন করেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার আতিকুর রহমান। স্কুল ও কলেজপর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন যথাক্রমে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল শাখার দলনেতা নুসরাত জাহান ও কলেজ শাখার দলনেতা শেখ সাদিয়া সিদ্দিকা।
×