ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বন্দুকযুদ্ধে ইয়াবা বিক্রেতা নিহত ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৪:১২, ১৯ নভেম্বর ২০১৭

বন্দুকযুদ্ধে ইয়াবা বিক্রেতা নিহত ॥ অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৮ নবেম্বর ॥ দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় আল আমিন (৩২) নামে একজন ইয়াবা বিক্রেতা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ওসি দীপদ চন্দ্র সাহা এসব তথ্য জানিয়ে বলেন, আল আমিনের বিরুদ্ধে কেরানীগঞ্জসহ বিভিন্ন থানায় হত্যাসহ ১৪টি মামলা রয়েছে। ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বেলা দেড়টার দিকে কালিগঞ্জ আলম টাওয়ারের সামনে থেকে মহিমা রুনা নামে এক নারীকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করেন ডিবি’র এসআই সালাউদ্দিন। এ সময় আল আমিন কৌশলে পালিয়ে যায়। পরে ওই নারীর দেয়া তথ্যে বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং থেকে আল আমিনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্র ও মাদক আছে বলে জানা যায়। এরপর গভীররাতে তাকে নিয়ে সেগুলো উদ্ধারে যাওয়ার পথে খেজুরবাগ সাতপাখি এলাকায় ওঁৎ পেতে থাকা আল আমিনের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে অজ্ঞাত আসামিদের গুলিতে আল আমিন গুরুতর আহত হলে তাকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই খন্দকার জাহিদ আলী, এএসআই খন্দকার সোহরাব হোসেন, কনস্টেবল রুবেল ও আশরাফুল আহত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
×