ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে দিনমজুর খুন

প্রকাশিত: ০৪:১২, ১৯ নভেম্বর ২০১৭

যশোরে দিনমজুর খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনিরামপুরে আকবর আলী (৫৫) নামে এক দিনমজুর খুন হয়েছেন। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা উপজেলার কৃষ্ণবাটি গ্রামের নিজঘরের বারান্দায় তাকে গলা কেটে হত্যা করে। তার দু’হাতে আঘাতের চিহ্ন এবং পাশে একটি ওড়না ছিল। নিহত আকবর যশোর সদরের ডহরসিঙ্গা গ্রামের আবু তালেবের ছেলে। তিনি হেলাঞ্চি কৃষ্ণবাটি গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। তাদের সংসারে এক ছেলে ও দু’মেয়ে রয়েছে। তার স্ত্রী হালিমা সাংবাদিকদের বলেছেন, ‘রাতে স্বামীর সঙ্গে ঘুমিয়ে ছিলাম। গভীররাতে চার/পাঁচজন ঘরে ঢুকে আমাদের দুজনের মুখ বেঁধে ফেলে এবং আমাকে হত্যা করার চেষ্টা করে। তখন আমার স্বামী তাদের বলেন, তোরা তাকে না মেরে আমাকে মার। এই কথা শুনে ওরা আমার স্বামীকে হত্যা করে।’ পূর্ব বিরোধের জেরে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে দাবি হালিমার। পটিয়ায় লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, পটিয়া পৌর সদরের বাহুলী এলাকায় রেল লাইনের পাশে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনের বাহুলী এলাকা রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তার পরনে ছিল পাঞ্জাবি, পায়জামা এবং গলায় হাজী রুমাল পেঁচানো। তার শরীরের হাতে ও পায়ে ছুরিকাঘাতসহ রক্তক্ষরণের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা ওই ব্যক্তিকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে সর্বস্ব লুটে ট্রেন থেকে ফেলে দিয়েছে। তবে রেলওয়ে পুলিশের এসআই সাব্বির জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে মূলত লোকটি মারা গেছে। নেত্রকোনায় নারী নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বানাইকোনা গ্রাম সংলগ্ন ধান ক্ষেতের মাঠ থেকে এক অজ্ঞাত নারীর লাশ (৩০) উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে কলমাকান্দা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কালো রংয়ের বোরকা পরিহিত ওই নারীকে তিন-চার দিন আগে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
×