ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভেরিফিকেশন সরাচ্ছে টুইটার

প্রকাশিত: ০৪:০৭, ১৯ নভেম্বর ২০১৭

ভেরিফিকেশন সরাচ্ছে টুইটার

নীতিমালা লঙ্ঘন করা ব্যবহারকারীদের কাছ থেকে ভেরিফিকেশন ব্যাজ সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে টুইটার। পুরো ভেরিফিকেশন ব্যবস্থা নিয়েও নতুন করে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। টুইটারের @TwitterSupport এ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে বলা হয়, ‘আমরা ভেরিফাইড এ্যাকাউন্টগুলো নিয়ে প্রাথমিকভাবে যাচাই করছি আর যেসব এ্যাকাউন্টের আচরণ নতুন নীতিমালার সঙ্গে মেলে না সেগুলো থেকে আমরা ভেরিফিকেশন ব্যাজ সরিয়ে ফেলব। -আইএএনএস বিশ্বের সবচেয়ে স্মার্ট মাছ সমুদ্রের কঠিন জীবনে মাছেরা নিজেদের বাচ্চা এমনকি সঙ্গিনীর ছাড়া ডিম পর্যন্ত খেয়ে ফেলে। কিন্তু পূর্ব আফ্রিকান কিল্লিড মাছের মাঝে সন্তানদের খাওয়ার প্রবণতা নেই, এমনকি ভ্রুণ অবস্থায়ও। গবেষকরা জানিয়েছেন, মাত্র সাত সেন্টিমিটার পর্যন্ত লম্বা হওয়া ক্ষুদ্র ম্যানগ্রোভ মাছ কিল্লিডের নিজেদের সন্তান ও অপরিচিতদের মুখ চেনার অসাধারণ ক্ষমতা আছে, যার কারণে এদের বিশ্বের সবচেয়ে স্মার্ট মাছ বলা হয়। -ওয়েবসাইট
×