ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউএনপিকেডিএম কনফারেন্সে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার যোগদান

প্রকাশিত: ০৪:০৬, ১৯ নভেম্বর ২০১৭

ইউএনপিকেডিএম কনফারেন্সে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার যোগদান

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিকের নেতৃত্বে ৬ সদস্যের বাংলাদেশী প্রতিনিধিদল ১৪ ও ১৫ নবেম্বর কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ইউনাইটেড ন্যাশন্স পিসকিপিং ডিফেন্স মিনিস্টারিয়াল কনফারেন্সে যোগদান করেছে। ইউএনপিকেডিএম হলো প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন যেখানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের অবদান, নিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি এবং বিশ্বব্যাপী জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বর্তমান ও ভবিষ্যত প্রয়োজন নিয়ে পর্যালোচনা করা হয়ে থাকে। এ বছর ৫টি আন্তর্জাতিক সংস্থাসহ ৭৭টি দেশ কানাডার ভ্যাঙ্কুভারে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমকে নতুন উদ্ভাবনীর মাধ্যমে ৩ পিএসের কার্যকরী ব্যবহার নিশ্চিত করা। এগুলো হলো, প্রতিশ্রুতি, পরিকল্পনা এবং দক্ষতা। বাংলাদেশ উক্ত সম্মেলনের ১০টি আয়োজক দেশের মধ্যে একটি এবং ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এই সম্মেলনের পূর্বে গত অক্টোবরে ঢাকায় এর পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনের পাশাপাশি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা যুক্তরাজ্যের ডিফেন্স সেক্রেটারি আর্ল হাউই পিসি কানাডার ন্যাশনাল ডিফেন্সের উপমন্ত্রী জডি থমাস, জাপানের স্টেট মিনিস্টার ফর ডিফেন্স তোমোহিরো ইয়ামামতো, জাতিসংঘের ফিল্ড সাপোর্ট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি অতুল খের এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি জিয়ান পাইরি ল্যাকরসির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হন। আইএসপিআর
×