ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি কমেছে

প্রকাশিত: ০৩:৪৪, ১৯ নভেম্বর ২০১৭

হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি কমেছে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ রফতানির কাজে ব্যবহৃত পণ্যবাহী ট্রাকে অতিরিক্ত পণ্য পরিবহন সম্প্রতি বন্ধ ঘোষণা করেছে ভারত। এ কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি অনেক কমে এসেছে। আগে দিনে ৪০ থেকে ৫০ ট্রাক পাথর আমদানি হতো। এখন আসছে মাত্র ৫ থেকে ১০ ট্রাক। দেশের বাজারে সরবরাহ কমায় ৩ দিনের ব্যবধানে পাথরের দাম টনপ্রতি বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা। অপরদিকে বন্দর দিয়ে পাথর আমদানি কমে যাওয়ার দেশের বিভিন্ন চলমান উন্নয়নমূলক কর্মকা- বাধাগ্রস্ত হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সিএ্যান্ডএফ এজেন্ট খোকন সরকারের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ভারতের মালদায় ট্রাকে অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাথর রফতানি একেবারে কমে গেছে। এ বিষয়ে মালদা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টির সমাধান হলে বন্দর দিয়ে বাংলাদেশে পাথর রফতানি আবারও স্বাভাবিক হবে।’ হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশীদ জানান, দেশে নির্মাণাধীন পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্রসহ দেশের বিভিন্ন সরকারী, বেসরকারী উন্নয়নমূলক কর্মকা-ে প্রচুর পরিমাণে পাথর ব্যবহৃত হচ্ছে। দেশে ভারতীয় পাথরের চাহিদা বেড়ে যাওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণে পাথর আমদানি হচ্ছিল। গত সপ্তাহ থেকে ভারতের মালদা জেলায় ট্রাকে অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা ছয় চাকার ট্রাকে ৯ টন, ১০ চাকার ট্রাকে ১৫ টন, ১২ চাকার ট্রাকে ২১ টন, ১৪ চাকার ট্রাকে ২৫ টন পণ্য পরিবহন করার নির্দেশনা দেয়া হয়েছে। এ কারণে ভারত থেকে বর্তমানে পাথর আমদানি একেবারে কমে এসেছে। কারণ তারা ট্রাকের চাকা অনুযায়ী যে পরিমাণ পাথর পরিবহনের নির্দেশনা দিয়েছে, এতে আমদানিকারকদের পণ্য পরিবহনে বাড়তি খরচ হচ্ছে। আগে বন্দর দিয়ে একটি ট্রাকে প্রকারভেদে ৩৫ থেকে ৪০ টন পাথর রফতানি করলেও বর্তমানে নতুন নির্দেশনার কারণে একই ট্রাকে ২৫ টন পাথর রফতানি করছে তারা। এদিকে বন্দর দিয়ে পাথর আমদানি কমে আসায় দেশের বাজারে পণ্যটির সরবরাহও কমে এসেছে। এর ফলে চাহিদার তুলনায় পাথর কম থাকায় ৩ দিনের ব্যবধানে টনপ্রতি ৬০ থেকে ৭০ টাকা করে দাম বেড়ে গেছে। আগে বন্দর দিয়ে আমদানিকৃত ৫/৮, ৩/৪ সাইজের পাথর ৩ হাজার ২শ’ টাকায় বিক্রি হলেও এখন ৩ হাজার ২শ’ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। হাফইঞ্চি সাইজের পাথর আগে ২ হাজার ৯শ’ টাকায় বিক্রি হলেও এখন ২ হাজার ৯শ’ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
×