ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লভ্যাংশ দেয়নি ইউনাইটেড এয়ার

প্রকাশিত: ০৩:৩৮, ১৯ নভেম্বর ২০১৭

লভ্যাংশ দেয়নি ইউনাইটেড এয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড ৩০জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য কোন প্রকার লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানির ব্যবসা সচল করতে আরেক কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার চুক্তি আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারির প্রথম দিকেই করা হবে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসভিরুল আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবারের সভায় ২০১৫-২০১৬ সমাপ্ত বছরের লভ্যাংশ সংক্রান্ত পর্ষদ সভা হয়েছে। ব্যবসায়িক কার্যক্রম না থাকায় আমরা লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে রেকর্ড ডেট এবং এজিএমের তারিখ চূড়ান্ত করা হয়নি। আমাদের তহবিল সংগ্রহের জন্য আলোচিত বছরের নিরীক্ষা হিসাব চূড়ান্ত করা হয়েছে; যা ডিএসই এবং বিএসইসিকে পাঠানো হয়েছে। ডিসেম্বরের মধ্যে ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষা হিসাব অনুমোদন করা হবে। অর্থনৈতিক রিপোর্টার বিচ হ্যাচারির লোকসান কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিচ হ্যাচারির চলতি অর্থবছরের ১ম প্রান্তিকে বা ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর ২০১৭) শেয়ার প্রতি লোকসান ১০ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের ১ম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.১০ টাকা; যার পরিমাণ আগের বছর একই সময়ে ছিল ০.১১ টাকা। এ হিসাবে লোকসান কমেছে ০.০১ টাকা বা ১০ শতাংশ। কোম্পানিটির চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৭৭ টাকায়। অর্থনৈতিক রিপোর্টার
×