ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩০.৪৬ শতাংশ

প্রকাশিত: ০৩:৩৭, ১৯ নভেম্বর ২০১৭

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩০.৪৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৩০ দশমিক ৪৬ শতাংশ লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে মোট ৬ হাজার ৬৮৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় ৩ হাজার ৫৯১ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ৯৪ কোটি টাকা বা ৩০.৪৬ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯০ দশমিক ৮৮ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৩ দশমিক ৪৩ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩ দশমিক ৭৫ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৯৩ শতাংশ। সপ্তাহের শুরুতে সূচকের উর্ধগতি দিয়ে শুরুর পর ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ৪৩ শতাংশ বা ৮৮.৫৩ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৫৮ শতাংশ বা ৩৫.৫৪ পয়েন্ট। অপরদিকে, শরিয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ২ দশমিক ৫৫ শতাংশ বা ৩৪.১৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টি কোম্পানির। আর দর কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। এদিকে গত সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন কেবল লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ২৮ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৭০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২৭ লাখ টাকার শেয়ার। তালিকার তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৯৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১৪৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে - আইপিডিসি ফাইন্যান্সে ১২ দশমিক ৪৪ শতাংশ, রতনপুর স্টিল রি-রোলিং মিলে ১২ দশমিক ৪১ শতাংশ, কনফিডেন্স সিমেন্টে ১১ দশমিক ৩৩ শতাংশ, নর্দার্ন জুটে ৯ দশমিক ৯৪ শতাংশ, গোল্ডেন হারভেস্টে ৮ দশমিক ২৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৮ দশমিক ২২ শতাংশ এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে ৭ দশমিক ৬৪ শতাংশ দর বেড়েছে। গত সপ্তাহে লেনদেনের তালিকায় উঠে এসেছে ব্যাংক খাতের ৫ কোম্পানি। এর মধ্যে শীর্ষে রয়েছে- ব্র্যাক ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ দশমিক ০৩ শতাংশ। ডিএসই সূত্রে জানা গেছে এসব তথ্য। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৬১ লাখ ৪৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৭৬ কোটি ১৭ লাখ ৪৮ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ১ লাখ ৯২ হাজার ২৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৫ কোটি ৫৮ লাখ ৮২ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৬ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৬৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫২ কোটি ৬০ লাখ ৩৪ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হল- গ্রামীণফোন, এবি ব্যাংক, স্কয়ার ফার্মা, শাহাজালাল ইসলামী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ইফাদ অটোস এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
×