ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে পণ্যবাহী জাহাজে চাঁদা আদায়কালে আটক ৫

প্রকাশিত: ০৩:১১, ১৯ নভেম্বর ২০১৭

সাভারে পণ্যবাহী জাহাজে চাঁদা আদায়কালে আটক ৫

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৮ নবেম্বর ॥ পণ্যবাহী জাহাজ থেকে শ্রমিক লীগের নামে চাঁদা আদায়কালে কেন্দ্রীয় নৌযান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের পর পুলিশ শনিবার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে। আমিনবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ জানান, শুক্রবার দিনভর নৌযান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিচয়ে কামাল হোসেনের নেতৃত্বে একদল লোক জোরপূর্বক প্রায় অর্ধশত নৌযান থেকে রসিদ দিয়ে চাঁদা আদায় করছিল। এ ঘটনার প্রতিবাদ করলে ঘাট শ্রমিক নেতা ও জাহাজের মাস্টার খালাসিদের সঙ্গে শ্রমিক লীগ নেতারা মারমুখী আচরণ করে এবং তাদের বাধ্যতামূলকভাবে শ্রমিক লীগের সদস্য হওয়ার জন্য চাপ সৃষ্টি করে। একপর্যায়ে ঘাট শ্রমিকরা সন্ধ্যায় চাঁদা আদায়কারী ৫ জনকে আটক করে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম ও আমিনবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
×