ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্বশুর-শাশুড়ির নির্যাতনে এক সন্তানের জননী বাড়িছাড়া

প্রকাশিত: ০৩:১১, ১৯ নভেম্বর ২০১৭

শ্বশুর-শাশুড়ির নির্যাতনে এক সন্তানের জননী বাড়িছাড়া

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৮ নবেম্বর ॥ শ্বশুর মাদ্রাসাশিক্ষক শাহজাহান মাওলানা ও শাশুড়ি তাহমিনার মারধরে বাড়িছাড়া এক সন্তানের জননী মুন্নী। চার বছরের একমাত্র সন্তানসহ এখন তার আশ্রয় হয়েছে হাসপাতালে। পাষ- স্বামী ইলিয়াসও বাবা-মায়ের চাপে এখন গা-ঢাকা দিয়েছে। মারধরের ধকলসহ মানসিকভাবে বিপর্যস্ত মুন্নী এখন বারবার অচেতন হয়ে পড়ছেন। যেন স্রোতে ভাসা শ্যাওলার মতো ভাসছেন। সাতক্ষীরা জেলার দেউড়ি গ্রামের ইফতার আলীর মেয়ে মুন্নীর সঙ্গে মোবাইলে পরিচয় ঘটে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ফরিদগঞ্জ গ্রামের মাদ্রাসাশিক্ষক শাহজাহান মাওলানার ছেলে ইলিয়াসের। ওই পরিচয়ের সূত্রে পাঁচ বছর আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু ইলিয়াসের বাবা-মা এ বিয়ে কোনমতে মেনে নেয়নি। বাধ্য হয়ে তিনটি বছর বাবার বাড়িতে কাটান মুন্নী। এর পর ঢাকায় থাকতের। তিন মাস আগে স্বামীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে ওঠেন। কিন্তু শ্বশুর-শাশুড়ির মারধর ও নির্যাতনে একটি দিনও স্বস্তি জোটেনি বলে মুন্নীর অভিযোগ। সবশেষ বুধবার মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয় মুন্নীকে। সেই সঙ্গে মুন্নীর স্বামী ইলিয়াসকেও বলে দেয়া হয় মুন্নীকে ত্যাগ করতে পারলে বাড়িতে থাকতে পারবে। এরপর পাষ- ইলিয়াসও মুন্নীকে সন্তানসহ ফেলে গা-ঢাকা দেয়। কিন্তু মুন্নী বরগুনায় গিয়ে খুঁজে বের করলেও ইলিয়াস ফের লাপাত্তা হয়ে যায়। এ ঘটনায় বহুবার সালিশ হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। মুন্নী এরই মধ্যে জীবিকার প্রয়োজনে কলাপাড়া পৌর শহরের পর্যটন সড়কের ঠিকাদার কালাম মৃধার বাড়িতে ঝি’র কাজ নেন। ওই বাড়ির চারতলায় অবস্থানকালে শনিবার সকালে অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মুন্নী হাসপাতালে চিকিৎসাধীন।
×