ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৩:১০, ১৯ নভেম্বর ২০১৭

রূপগঞ্জে স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৮ নবেম্বর ॥ জেএসসি পরীক্ষার্থী প্রিয়াঙ্কা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। ঘণ্টাব্যপী সড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভা কার্যালয়ের সামনে এসব কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আয়েত ভুইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেনে আরা পারভীন, শিক্ষক কৃঞ্চপদ সাহা, শিক্ষক লুৎফর রহমান, রামকৃঞ্চন বাবু, টিপু মোল্লা, আবু হানিফ, তাইজুদ্দিন, শহিদুল ইসলাম, আকতারুজ্জামান, স্কুল কমিটির সদস্য কবির মোল্লা, রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীর, খোকা প্রমুখ। খুলনায় জলাবদ্ধতা নিরসনে কর্মশালা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জলাবদ্ধতা পরিস্থিতি ও করণীয় শীর্ষক বিভাগীয় পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা শনিবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ও যুগ্ম-সচিব মোঃ ইউসুফ আলী। ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, নারি এবং ডব্লিউএলএপি (ওয়াটার লগিং এ্যাডভোকেসি প্লাটফরম) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রফেসর রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম এবং নারি’র কনসোর্টিয়াম ম্যানেজার মুনিরুল ইসলাম। কর্মশালায় বক্তারা বলেন, জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থাপনা উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরী। এক্ষেত্রে স্থানীয় মানুষদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমস্যার সমাধান করা সম্ভব। তারা বলেন, খুলনা বিভাগের তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্থানীয় পরিবেশ, প্রতিবেশ, এবং ভূপ্রাকৃতিক অবস্থা বিবেচনা করে নদী, খাল, জলাশয় এবং বিল সংস্কারে পদক্ষেপ নিতে হবে। বক্তারা আরও বলেন, সিএস ম্যাপ অনুযায়ী বিদ্যমান খালগুলোকে পুনরুদ্ধার করে পানির গতিশীলতা স্বাভাবিক রাখাসহ জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।
×