ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাসপাতাল আধুনিকায়নের দাবিতে খুলনায় মানববন্ধন

প্রকাশিত: ০৩:০৮, ১৯ নভেম্বর ২০১৭

হাসপাতাল আধুনিকায়নের দাবিতে খুলনায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেনারেল হাসপাতালকে আধুনিকায়নের দাবিতে শনিবার দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। একুশে সামাজিক সংগঠন এ কর্মসূচীর আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান মোঃ আরাফাত হোসেন পল্টুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনা আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর যুবলীগের আহ্বায়ক এ্যাডভোকেট আনিসুর রহমান পপলু। বক্তব্য রাখেন একুশে সামাজিক সংগঠনের জেনারেল সেক্রেটারি মিঠুন বিশ্বাস, শ্রমিক নেতা নাসির উদ্দিন খান, শেখ রফিকুল ইসলাম, একুশে সামাজিক সংগঠনের অঞ্জন মষবপল, শাহাদাৎ ইসলাম, মোঃ আবু সাঈদ খান প্রমুখ। মানববন্ধনে বক্তারা ঐতিহ্যবাহী খুলনা জেনারেল হাসপাতালকে ১৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় বাস্তবায়ন, আইসিইউ ও সিসিইউ ইউনিট চালু, পর্যাপ্ত ডাক্তার, নার্স, কর্মচারী ও জনবল বৃদ্ধি, সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত, ডায়াগনস্টিক ব্যবসার অবৈধ কমিশন বন্ধ, জরুরী বিভাগ থেকে রোগী অন্য হাসপাতালে পাঠানো বন্ধ করা, নতুন এ্যাম্বুলেন্স প্রদান, রোগীদের স্বাস্থ্যকর খাবার পরিবেশনসহ ২৪ ঘণ্টা সার্জারি এবং পৃথক গাইনি অপারেশন থিয়েটার চালু রাখার দাবি জানান।
×