ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্যে আকাশে বিমান-কপ্টার সংঘর্ষ

প্রকাশিত: ০৮:১২, ১৮ নভেম্বর ২০১৭

যুক্তরাজ্যে আকাশে বিমান-কপ্টার সংঘর্ষ

বিডিনিউজ ॥ যুক্তরাজ্যের বাকিংহামশায়ারে মধ্য আকাশে একটি উড়োজাহাজ ও একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে বলে নিশ্চিত করেছে দ্য এয়ার এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (এএআইবি)। বিবিসি জানায়, শুক্রবার গ্রিনিচ সময় ১২:০৬ মিনিটে ইমার্জেন্সি সার্ভিসে ফোন করে বাকিংহামশায়ারের এলসবুরির কাছে ওই দুর্ঘটনার খবর দেয়া হয়। সাউথ সেন্ট্রাল এ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, আমাদের এখানে ফোন করে এলসবুরির কাছে আপার উইনচেনডনের আকাশে দুর্ঘটনার খবর দেয়া হয়। আমরা সেখানে উদ্ধারকর্মী দল পাঠিয়েছি। সেখানে কয়েকজন হতাহত হয়েছে। এই মুহূর্তে আমরা এটুকুই নিশ্চিত করতে পারছি। পরিস্থিতি পর্যবেক্ষণে এরই মধ্যে এএআইবির একটি দল ঘটনাস্থলের পথে রওনা হয়েছে। উইকেম্ব এয়ার পার্কের মুখপাত্র বলেন, উভয় আকাশযানই হাই উইকেম্বের কাছের একটি এয়ারফিল্ড থেকে আকাশে উড়েছিল। এলসবুরি, হ্যাডেনহাম, অক্সফোর্ডশায়ার ও বার্কশায়ার থেকে পুলিশ, এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনা কবলিত লোকজনের জীবন রক্ষা করাই তাদের প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছে পুলিশ।
×