ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চর্চা সাহিত্য আড্ডা পুরস্কার পেলেন হাবিব আল আজাদ

প্রকাশিত: ০৭:০৯, ১৮ নভেম্বর ২০১৭

চর্চা সাহিত্য আড্ডা পুরস্কার পেলেন হাবিব আল আজাদ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ লেখক হাবিব আল আজাদকে ’চর্চা সাহিত্য আড্ডা পুরস্কার ২০১৭’ প্রদান করা হয়েছে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘চর্চা সাহিত্য আড্ডা’ প্রথমবারের মতো এ পুরস্কার প্রদানের আয়োজন করে। বুধবার বিকেলে কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ। চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা বাউল কবি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সমন্বয়কারী রহমান জীবনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, প্রাবন্ধিক সন্তোষ সরকার, গীতিকার মির্জা রফিকুল হাসান, নাট্যকার রাখাল বিশ্বাস ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঁইয়া প্রমুখ। প্রধান অতিথি কথা সাহিত্যিক হাবিব আল আজাদের হাতে পুরস্কারের ক্রেস্ট, স্মারকপত্র ও নগদ অর্থ মূল্য তুলে দেন। পরে দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন কবি মামুন সিরাজী, এমএ আকবর, আশরাফ উদ্দিন ভূইয়া, মাহবুবা খান দীপান্বিতা, খান কাশেম, সুমন ভূঁইয়া ও শামসুল আরেফিন হীরা। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন বাউল ইসলাম উদ্দিন, শাহাবুল কাদির ভূঁইয়া, সুইটি আক্তার, আশরাফুল আলম স্বদেশী ও রিপন দরদী।
×