ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

প্রকাশিত: ০৭:০৫, ১৮ নভেম্বর ২০১৭

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা শুক্রবার জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা দল ও পাবনা জেলা দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় ১-১ গোলে অমীমাংসিত হওয়ায় ট্রাইব্রেকারে ৩-২ গোলে জয়পুরহাট জেলা দল জয়ী হয়। এই টুর্নামেন্টে দেশের ১৮টি জেলা দল অংশগ্রহণ করে। সমাপনী ফুটবল খেলায় জেলা প্রশাসক মোঃ মোকাম্মেল হক বিজয়ী দলের হাতে স্বর্ণকাপ তুলে দেন। ‘ডাক’ মারতেও ওস্তাদ কোহলি! স্পোর্টস রিপোর্টার ॥ ভারতীয় ক্রিকেটের অপর নাম এখন বিরাট কোহলি। ধুন্ধমার ব্যাটিংয়ে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। দেশটির আপামর মানুষ তার মাঝে গ্রেট শচীন টেন্ডুলকরের ছায়া দেখেন। ক্রিকেটের ‘ওয়ান্ডার বয়’ এবার লজ্জার রেকর্ডেও ওস্তাদি দেখালেন! অধিনায়ক হিসেবে এক বছরে সবচেয়ে বেশিবার শূন্য (০) রানে আউট হলেন কোহলি। কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থতার মধ্য দিয়ে স্বদেশী কপিল দেবের পাশে বসেছেন তিনি। এ নিয়ে এক ক্যালেন্ডার ইয়ারে (২০১৭) পাঁচবার ‘ডাক’ মারলেন সুপার কোহলি! অধিনায়ক হিসেবে ১৯৮৩ সালে পাঁচবার শূন্য রানে ফিরেছিলেন দেশটির প্রথম বিশ্বকাপ জয়ী সেনাপতি কপিল দেব। ১৯৭৬ সালে বিষেন সিং বেদি, ২০০১ ও ২০০২ মৌসুমে সৌরভ গাঙ্গুলী, ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনি চারবার আউট হয়ে কপিলকে অনুসরণ করেছিলেন।
×