ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:০৪, ১৮ নভেম্বর ২০১৭

টুকরো খবর

বিএসপিএ’র আরচারি ওয়ার্কশপ ॥ বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে শুক্রবার হয়ে গেল আরচারি ওয়ার্কশপ। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে অর্ধশতাধিক ক্রীড়া সাংবাদিক এই কোর্সে অংশ নেন। যেখানে আরচারি জাজ তানভীর আহমেদ, ফারুক ঢালী ও কোচ জিয়াউল হক খেলাটির বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দেন। যা আসন্ন ২০তম এশিয়ান চ্যাম্পিয়নশিপ কাভার করতে সাহায্য করবে সাংবাদিকদের। ২৫-৩০ নবেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসবে এই টুর্নামেন্ট। যেখানে অংশ নেবে ৩৫ দেশের আরচাররা। কোর্সের উদ্বোধন করেন আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মাইনুল ইসলাম (অব)। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। সভাপতিত্ব করেন বিএসপিএ’র সভাপতি মোস্তফা মামুন। বয়সভিত্তিক মহিলা সাঁতার শুরু ॥ শুক্রবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে ২ দিনব্যাপী ‘আন্তঃজেলা বয়সভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম. বি. সাইফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী আনজুমান আরা আকসির। আজ সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে ক্রীড়া পরিদফতরের পরিচালক ডাঃ মোঃ আমিনুল ইসলাম (যুগ্ম-সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করবেন। প্রতিযোগিতায় বাংলাদেশের ৩২টি জেলা হতে সর্বমোট ১৯৮ জন খেলোয়াড় বয়সভিত্তিক ৩টি গ্রুপে (ক গ্রুপ ০৮-১০ বৎসর, খ গ্রুপ ১১-১২ বৎসর ও গ গ্রুপ ১৩-১৪ বৎসর) ৯টি ইভেন্টে অংশগ্রহণ করছে। ফালদো সিরিজ বাংলাদেশে সেরা গলফার সম্রাট ॥ তিনদিনব্যাপী ‘ফালদো সিরিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ-২০১৭’ শুক্রবার কুর্মিটোলা গলফ কোর্সে শেষ হয়েছে। ১৪-১৬ নবেম্বর অনুষ্ঠিত জুনিয়র গলফারদের এ প্রতিযোগিতায় সেরা গলফার হয়েছেন কুর্মিটোলা গলফ কোর্সের সম্রাট শিকদার। বেস্ট গ্রস (৫৪ হোল) ছাড়াও ছেলেদের অনুর্ধ-২১ বিভাগে চ্যাম্পিয়ন হন সম্রাট। আসরে ছেলেদের অনুর্ধ-১৬ বিভাগে চ্যাম্পিয়ন হন ভাটিয়ারি গলফ এ্যান্ড কান্ট্রি ক্লাবের রেজাউল করিম। ছেলেদের অনুর্ধ-১৮ বিভাগে চ্যাম্পিয়ন হন একই ক্লাবের নবী হোসেন। এছাড়া মেয়েদের বিভাগে (অনুর্ধ-২১) শ্রেষ্ঠত্ব দেখান সৈনিক লিজা আক্তার। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল এ কে এম আব্দুল্লাহিল বাকী। ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ॥ ক্রনী গ্রুপ ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ, প্রথম ও দ্বিতীয় বিভাগ ভলিবল লীগে শুক্রবার চারটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের ১ম খেলায় ইস্ট এ্যান্ড ক্লাব ৩-১ সেটে ভাই ভাই সংঘকে পরাজিত করে। দিনের ২য় খেলায় শাহবাগ স্পোর্টিং ক্লাব মাঠে উপস্থিত না থাকায় বাংলাদেশ আনসারকে ৩-০ সেটে জয়ী ঘোষণা করা হয় এবং ৩য় খেলায় সোনালী ব্যাংক ক্লাব ৩-০ সেটে উত্তরা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
×