ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেসি জিতছেন ব্যালন ডি’অর?

প্রকাশিত: ০৭:০৩, ১৮ নভেম্বর ২০১৭

মেসি জিতছেন ব্যালন ডি’অর?

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বশেষ দুই বছর সময়টা ভাল যাচ্ছে না লিওনেল মেসির। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে হারিয়েছেন ফিফা সেরা ও ব্যালন ডি’অর পুরস্কার। তবে এ বছর মুকুট পুনরুদ্ধারের সুযোগ থাকছে বার্সিলোনার আর্জেন্টাইন তারকার। ধারণা করা হচ্ছে ২০১৭ সালের ব্যালন ডি’অর জিততে চলেছেন মেসি। আগামী ডিসেম্বরে ঘোষণা করা হবে ব্যালন ডি’অর এ্যাওয়ার্ড। ফ্রান্স ফুটবলের এই পুরস্কারে এবারও প্রধান দুই ফেবারিট রোনাল্ডো ও মেসি। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এবারে ফিফা ‘দ্য বেস্ট’ শিরোপা জিতেছেন। গত কয়েক বছরের রীতি মাথায় রাখলে রোনাল্ডোরই এই পুরস্কার পাওয়ার কথা। অথচ ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের প্রচ্ছদে কিনা মেসির ছবি। তবে কি মেসিই জিতছেন এবারের ব্যালন ডি’অর? ডিসেম্বরেই এই পুরস্কার দেয়ার কথা। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ডিসেম্বরের ৭ তারিখেই ঘোষণা করবে বিজয়ীর নাম। সাধারণত ডিসেম্বর সংখ্যায় ব্যালন ডি’অর বিজয়ীর ছবিই প্রচ্ছদে রাখা হয়। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের ডিসেম্বর সংখ্যার ছবি ‘ভাইরাল’ হয়। যেখানে প্রচ্ছদে মেসির ছবি দেখা যায়। এই নিয়ে মেসি ও বার্সিলোনাভক্তরা মনে করছেন পুরস্কার জিতবেন আর্জেন্টাইন ফুটবলার। অন্যদিকে রোনাল্ডো ও রিয়ালভক্তদের দাবি, ছবিটি ভুয়া, আসলে পুরস্কার জিতবেন পর্তুগাল অধিনায়কই। ৭ ডিসেম্বর পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করবেন সাবেক ফুটবলার ডেভিড গিনোলা। এর আগ পর্যন্ত কে পুরস্কার জিতবেন তা নিশ্চিত করে বলার উপায় নেই। এদিকে আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষ হতে না হতেই অনুশীলনে নেমে পড়েছেন মেসি। আজ রাতে লা লিগার ম্যাচের জন্যই অনুশীলন করছেন তিনি। ম্যাচে প্রতিপক্ষের মাঠে কাতালানরা মুখোমুখি হবে লেগানেসের। ম্যাচকে সামনে রেখেই অনুশীলন শুরু করে আর্নেস্টো ভালভার্ডের দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে পুরো ৯০ মিনিট খেলেন মেসি। তবে তাকে ফিট রাখতে নাইজিরিয়া ম্যাচে বিশ্রাম দেয় আর্জেন্টিনা। মঙ্গলবার রাতে নাইজিরিয়ার কাছে মেসিহীন আর্জেন্টিনা ২-৪ গোলে হেরে যায়। চলতি মৌসুমের শুরু থেকেই টানা খেলার মধ্যে আছেন মেসি। অতিরিক্ত ধকল থেকে মুক্তি দিতেই নাইজিরিয়ার বিপক্ষে কিং লিওকে খেলানো হয়নি। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যারা স্পেন ছাড়েননি তারা আগে থেকেই অনুশীলন করে যাচ্ছেন। মেসি-রাকিটিচদের সঙ্গে তারাও অনুশীলনে অংশ নেন। গত সোমবার ও মঙ্গলবার ডেনিস সুয়ারেজ, আরডা টুরান, লুইস সুয়ারেজ, জেরার্ড ডেউলেফিউ, প্যাকো আলকাসের ও এ্যালেইক্স ভিদাল বার্সার হয়ে অনুশীলন করেন।
×