ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ আবাহনী-ফরাশগঞ্জ ম্যাচে কোনটা, অপর ম্যাচে শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ মোহামেডান

আবারও অঘটন, না প্রতিশোধ?

প্রকাশিত: ০৭:০২, ১৮ নভেম্বর ২০১৭

আবারও অঘটন, না প্রতিশোধ?

স্পোর্টস রিপোর্টার ॥ ‘পচা শামুকে পা কাটা’... এরকম একটা প্রবাদ আছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে এই প্রবাদের সার্থকতা প্রমাণ ইতোমধ্যেই একবার করে ফেলেছে গত আসরের লীগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। প্রথম লেগ শেষ হবার সময় তারা মাত্র একটি ম্যাচ হেরেছিল। আর সেই হারটি ছিল কাদের বিরুদ্ধে জানেন, পয়েন্ট টেবিলের তলানির দল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের কাছে (০-১)! দু’দিন বিরতির পর আজ থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবারও শুরু হতে যাচ্ছে লীগের ত্রয়োদশ রাউন্ডের খেলা। এতে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে ৭টায় মুখোমুখি হবে আবাহনী-ফরাশগঞ্জ। এর আগে বিকেল সাড়ে ৪টায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল চট্টগ্রাম আবাহনী লিমিটেড মোকাবেলা করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। দ্বিতীয় লেগে সূচনাটা তেমন আশাপ্রদ হয়নি ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনীর। দলটির পুরনো স্ট্রাইকার নাইজিরিয়ার সানডে চিজোবা ফিরে এসেছেন ঠিকই, কিন্তু তারপরও প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে ১-২ গোলে হারতে হয়েছে ১৬ বারের লীগ চ্যাম্পিয়ন আবাহনীকে। আজ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল ‘লালকুঠি’ খ্যাত ফরাশগঞ্জ। কিন্তু তাদের বিপক্ষে আবার প্রথমপর্বে হারের তেতো স্বাদ পেয়েছে তারা। কাজেই আজকের ম্যাচটি আবাহনীর জন্য যেমন সম্মান পুনরুদ্ধারের, তেমনি প্রতিশোধেরও বটে। অবশ্য বদলা নেয়ার চেয়ে আবাহনীর সবচেয়ে বেশি দরকার পূর্ণ তিন পয়েন্ট পাওয়াটা। কেননা পয়েন্ট টেবিলে তারা এখন আছে চতুর্থ স্থানে। পয়েন্ট ২৪। ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী। এরপর ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে শেখ জামাল ধানম-ি, ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় সাইফ এসসি। আজ ফরাশগঞ্জের কাছে হেরে গেলে শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে দ্রাগো মামিচের দল। তাই জয় ভিন্ন কিছুই ভাবছে না আবাহনী। ফরাশগঞ্জের চিন্তা ভিন্ন। তা হলো রেলিগেশন এড়ানোর। ১২ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট দলটির। রয়েছে টেবিলের তলানিতে, ১২ দলের মধ্যে দ্বাদশ স্থান। আবাহনীকে আজ হারাতে পারলে এক লাফে ১০ নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে। চলমান লীগে আগের ১২ ম্যাচে কেবলই একটি জয় পুরনো ঢাকার এ দলটির। সেটি এই আবাহনীর বিপক্ষে। আজই নিশ্চয় মরণকামড় বসাতে চাইবে তারা। এদিকে ক্রমশ ‘প্রথম’ লীগ শিরোপার পানে ধাবমান চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় লেগে ফরাশগঞ্জকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে শুরু করে সাইফুল বারী টিটুর দল। আজ দ্বিতীয় ম্যাচ চট্টলার দলটির। প্রতিপক্ষ মোহামেডান। যাদের বিরুদ্ধে প্রথম লেগে ১-০ গোলের ব্যবধানে জিতেছিল বন্দরনগনরীর দলটির। কোচবিহীন শেখ জামাল ধানম-ি ক্লাবের বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে দ্বিতীয় লেগ শুরু ১৯ বারের লীগ চ্যাম্পিয়ন মোহামেডানের। প্রথম লেগে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে থাকলেও এখন শেখ রাসেলের কাছে জায়গা ছেড়ে দিয়ে নেমে যেতে হয়েছে ৬ নম্বরে। আজ চট্টগ্রাম আবাহনীর কাছে হারলে অবস্থান হেরফের হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ সাদাকালোদের বর্তমান পয়েন্ট ১৭। ১ পয়েন্ট কমে ৭ নম্বরে টিম বিজেএমসির অবস্থান। তাই লীগে একটা ভাল অবস্থান ধরে রাখতে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয়ের বিকল্প নেই মোহামেডানের।
×