ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিয়াল ছাড়ছেন রোনাল্ডো?

প্রকাশিত: ০৭:০১, ১৮ নভেম্বর ২০১৭

রিয়াল ছাড়ছেন রোনাল্ডো?

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমেও নায়কের ভূমিকায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু রিয়াল মাদ্রিদে সেই রোনাল্ডোর সময়টা মোটেও ভাল যাচ্ছে না। এর মধ্যেই এবার বোমা ফাটানো সংবাদ দিলেন এক স্প্যানিশ সাংবাদিক। চলতি মৌসুমের শেষেই সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সি আর সেভেন। হ্যাঁ, স্প্যানিশ সংবাদ মাধ্যমে এমন খবরই প্রকাশিত হয়েছে। স্প্যানিশ টিভি শো এল চিরিংগুইতো ডি জোগোনেস’র দাবি, ৩২ বছর বয়সী রোনাল্ডো নাকি ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের কাছে ইতোমধ্যেই বার্নাব্যু ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তবে পেরেজ সি আর সেভেনকে ছাড়তে চাইছেন না। চলতি মৌসুম শুরুর আগে মোনাকো থেকে কিলিয়ান এমবাপেকে কেনার জন্য রিয়াল মাদ্রিদ যেই তোড়জোড় করেছিল সেটিও পছন্দ হয়নি রোনাল্ডোর। যদিও শেষ পর্যন্ত পিএসজির কাছে কিলিয়ানকে হারায় স্প্যানিশ জায়ান্টরা। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হবেন কি না এমন প্রশ্নের জবাবে চলতি মাসের শুরুতে কৌশলী উত্তরে রোনাল্ডো বলেন, ‘আমি নবায়ন করতে চাই না। আমি বর্তমান চুক্তি নিয়েই সন্তুষ্ট আছি।’ স্প্যানিশ সাংবাদিক এদু এ্যাগুইয়ের দাবি, আগামী বছরের ৩০ জুন রিয়াল মাদ্রিদ ছাড়তে চান সি আর সেভেন। চুক্তি নবায়নের জন্য টেবিলে যে প্রস্তাব রেখেছে লস ব্ল্যাঙ্কোসরা সেটিও নাকি পর্তুগীজ সুপারস্টারের পছন্দ হয়নি। ফলে সান্তিয়াগো বার্নাব্যুতে রোনাল্ডোর ভবিষ্যত নিয়ে শঙ্কার মেঘ তৈরি হয়েছে। দেশের জার্সিতে দুর্দান্ত খেলছেন রোনাল্ডো। দেশমের কারণেই দলে নেই বেনজেমা! স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব ফুটবলে যে ক’জন তারকা ফরোয়ার্ড রয়েছেন তাদের মধ্যে করিম বেনজেমা অন্যতম। কিন্তু দুর্ভাগ্য তার। স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত খেললেও জাতীয় দল ফ্রান্সের হয়ে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি সেভাবে। তবে এর পেছনে দেশটির অভিজ্ঞ কোচ দেশমকেই দায়ী করছেন রিয়াল মাদ্রিদের ফরাসী স্ট্রাইকার। তার মতে, ফ্রান্স দলের কোচ হিসেবে দিদিয়ের দেশম থাকার অর্থ হচ্ছে আগামী বছর বিশ্বকাপে নিজেকে জাতীয় দলে আর দেখার কোন সুযোগ নেই। তবে হতাশ নন বেনজেমা বরং জাতীয় দলের ব্যাপারে খেলতে এখনও দারুণ আশাবাদী তিনি।
×