ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া দলে একাধিক চমক

প্রকাশিত: ০৭:০১, ১৮ নভেম্বর ২০১৭

অস্ট্রেলিয়া দলে একাধিক চমক

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহাসিক এ্যাশেজ সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সাদা পোশাকের স্বাগতিক শিবিরে বড় চমক সাত বছর পর ফেরা টিম পেইন। ফলে বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাট রেইন শ’। পিটার নেভিল আর ম্যাথু ওয়েডের মতো পরীক্ষিতদের পেছনে ফেলে জায়গা করে নিয়ে আলোচনায় পেইন। নতুন মুখ ক্যামেরন ব্যানক্রাফট ও চ্যাড সেয়ার্স। গর্বের টেস্ট ক্যাপ পরার অপেক্ষায় প্রতিভাবান এই ওপেনিং ব্যাটসম্যান ব্যানক্রাফট। একই অনুভূতি হতে যাচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে উঠে আসা এ বোলার সেয়ার্সেরও। সাম্প্রতিক ব্যর্থতায় টেস্ট দল থেকে ছিটকে গেছেন ছোট ফরমেটের বড় মুখ গ্লেন ম্যাক্সওয়েল। অধিনায়ক যথারীতি স্টিভেন স্মিথ। ডেপুটি হিসেবে তার সঙ্গে আছেন তুখোড় ডেভিড ওয়ার্নার। বৃহস্পতিবার ব্রিসবেন (গ্যাবা) টেস্ট দিয়ে শুরু পাঁচ টেস্টের দীর্ঘ এ্যাশেজ দ্বৈরথ। ৯১টি প্রথম শ্রেণীর ম্যাচে সেঞ্চুরি করেছেন মোটে একটি; সেটিও ১১ বছর আগে। ৩২ বছর বয়সী পেইন এমনকি এখন তার রাজ্য দলেও প্রথম পছন্দ নন! সর্বশেষ দুই মৌসুমে শেফিল্ড শিল্ডে কিপিং করতে পেরেছেন মাত্র তিন ম্যাচে। সেই টিম পেইন জায়গা পেয়ে গেলেন এ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচের অস্ট্রেলিয়া দলে! ম্যাথু ওয়েডের বাজে পারফর্মেন্সের কারণে উইকেটের পেছনে বদলটা প্রত্যাশিতই ছিল। তবে সেই আলোচনায় পেইন ছিলেন না মোটেও। এগিয়ে ছিলেন পিটার নেভিল, যিনি জায়গা হারিয়েছিলেন ওয়েডের কাছে। তবে শেফিল্ড শিল্ডে এবার খুব সুবিধা করতে পারেননি নেভিলও। পেইন এর আগে চারটি টেস্ট খেলেছেন ২০১০ সালে। এরপর ব্যাটিং সামর্থ্যরে কারণে মূলত সীমিত ওভারেই বিবেচনা করা হয়েছে তাকে। সম্প্রতি অস্ট্রেলিয়ার হয়ে টি২০ও খেলেছেন। তবে টেস্টে ফিরতে পারলেন মূলত ঘরোয়া ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে কিপিং সামর্থ্যরে কারণে। অনেকের মতেই গ্লাভস হাতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সেরা তিনিই। পাশাপাশি আর কোন কিপারই সেভাবে ফর্মে নেই শেফিল্ড শিল্ডে, সেটিও পক্ষে গেছে পেইনের। অন্যদিকে ব্যানক্রফট আগেও টেস্ট দলে ডাক পেয়েছিলেন। দু’বছর আগে বাংলাদেশ সফরের সেই দলে ছিলেন তিনি। তবে তখন ওই সফর বাতিল হয়ে যায়। পরে আর সুযোগ পাননি! সেই জায়গায় রেন শ’র আবির্ভাবেই সাড়া জাগান দারুণ টেকনিক ও টেম্পারামেন্ট দিয়ে। তবে সর্বশেষ ৯ ইনিংসে ফিফটি করতে পারেনি রেন শ’। তারপরও তার আশায় ছিলেন। কিন্তু এ্যাশেজ দলে জায়গা নিয়ে দু’জনকে আলাদা করে দিয়েছে মূলত শেফিল্ড শিল্ডের ফর্ম। ৬ ইনিংসে মাত্র ৭০ রান করেছেন রেন শ’। ব্যানক্রাফটের ব্যাটে সেখানে রীতিমতো রানের বন্যা। দল ঘোষণার আগের ম্যাচে করেছেন অপরাজিত ২২৮। তার আগের ম্যাচে নিউসাউথ ওয়েলসের বিপক্ষে প্রথম ইনিংসে আদ্যন্ত ব্যাট করে অপরাজিত ছিলেন ৭৬ রানে, দ্বিতীয় ইনিংসে করেন ৮৬ রান। অস্ট্রেলিয়া টেস্ট দল ॥ স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রাফট, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, শন মার্শ, টিম পেইন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লেয়ন, জশ হ্যাজলউড, জ্যাকসন বার্ড ও চ্যাড সেয়ার্স।
×