ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতটি করে ব্যালন ডি’অর ও সন্তান চান সি আর সেভেন

প্রকাশিত: ০৬:৫৮, ১৮ নভেম্বর ২০১৭

সাতটি করে ব্যালন ডি’অর ও সন্তান চান সি আর সেভেন

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠ ও মাঠের বাইরে সমান সফল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি বছর জিতেছেন দুইবার ফিফা বর্ষসেরা এ্যাওয়ার্ড। সবশেষ বছর জিতেছেন ব্যালন ডি’অরও। দিনকয়েক আগে চতুর্থবারের মতো হয়েছেন পিতা। দারুণ এই সময়টা বেশ উপভোগ করছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। শুক্রবার এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, সাতটি করে ব্যালন ডি’অর ও সন্তান চান তিনি। রোনাল্ডোর এমন বলার কারণও আছে। কারণ ‘সাত’ সংখ্যাটি তার ভীষণ পছন্দ। লাকি সেভেন হিসেবে চিহ্নিত সংখ্যাটি তিনি খেলার মাঠে জার্সি গায়ে পরেন। পর্তুগাল জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের হয়ে তিনি সাত নাম্বার জার্সি পরেন। অথচ তিনি ইচ্ছে করলেই ‘১০’ নম্বর জার্সি গায়ে চাপাতে পারতেন। সেটা তিনি করেননি সাত সংখ্যাটিকে ভালবাসার কারণেই। আর এ ভালবাসার প্রমাণ তিনি আরেকবার রাখলেন সন্তান ও ব্যালন ডি’অর সাতটি করে চেয়ে। কিছুদিন আগে চতুর্থ সন্তানের বাবা হয়েছেন রোনাল্ডো। কাকতালীয় ব্যাপার হলেও সত্য, এই রিয়াল মাদ্রিদ সুপারস্টার চারটি ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। এখন তার আশা সাত সন্তানের পিতা হওয়ার। জিততে চান সাতটি ব্যালন ডি’অর পুরস্কারও। আসছে ডিসেম্বরে এবারের ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা হবে। ফ্রান্স ফুটবলের এই পুরস্কারে এবারও ফেবারিট সি আর সেভেন। তবে তার মূল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। যখন এই পুরস্কার নিয়ে আলোচনা চলছে তখনই ফরাসী এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাতকারে রোনাল্ডো বলেন, ব্যালন ডি’অরের জন্য এখনও প্যানেলে ভোটিং চলছে। এবারও এই পুরস্কার জিততে আমি খুবই আশাবাদী। পঞ্চমবার ব্যালন ডি’অর জিততে পারাটা আমার ভবিষ্যত প্রজন্মের জন্য খুবই কাজে আসবে। শুধু তাই নয়, নিজের আকাক্সক্ষার কথাগুলো তুলে ধরেন এই রিয়াল তারকা। বলেন, ভবিষ্যতে আমার স্বপ্ন হচ্ছে সাত সন্তানের বাবা হাওয়া। সেই সঙ্গে সাতটি ব্যালন ডি’অরও জিততে চাই আমি। এ বছর পঞ্চম ব্যালন ডি’অর জয়ের জোরালো সম্ভাবনা আছে ২০১৬-১৭ মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা এনে দেয়া রোনাল্ডোর। ৩২ বছর বয়সী এই তারকা গত বছরও দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসিকে পেছনে ফেলে ফরাসী ফুটবল সাময়িকীর দেয়া ব্যালন ডি’অর জিতেছিলেন। এরই মধ্যে টানা দ্বিতীয়বারের মতো ফিফার দেয়া ‘বেস্ট ফিফা মেন্স প্লেয়ারে’র পুরস্কারও পেয়েছেন তিনি। অবশ্য চলতি মৌসুমে রোনাল্ডোর সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। লা লিগায় সাত ম্যাচে মাত্র একটি গোল তার। চ্যাম্পিয়ন্স লীগে অবশ্য চার ম্যাচে খেলে পর্তুগীজ ফরোয়ার্ড গোল করেছেন ছয়টি। গোলখরা নিয়ে চলা সমালোচনা অবশ্য মেনে নিচ্ছেন রোনাল্ডো। মৌসুমে এখন পর্যন্ত পারফর্মেন্স নিয়ে রোনাল্ডো বলেন, বেশ ভাল তবে নিখুঁত নয়। আমি খুশি এবং ভাল বোধ করছি। আমরা লীগে কিছু পয়েন্ট খুইয়েছি। কিন্তু চ্যাম্পিয়ন্স লীগে আমরা ঠিকঠাক আছি। তিনি আরও বলেন, লোকে আমাকে নিয়ে যা বলে, আমি তার সঙ্গে একমত নই। লোকে ভাল খেলা ও ভাল খেলে গোল না পাওয়ার মধ্যে পার্থক্য জানে না। আমি সমালোচনা মেনে নিচ্ছি কিন্তু এর সঙ্গে একমত নই। এ কারণে তারা আমাকে নিয়ে কি বলছে তা পড়া ও শোনাটা এড়িয়ে চলি। কিন্তু মেনে না নেয়া ছাড়া আমার কোন পথ নেই। আমি পৃথিবীটা নিয়ন্ত্রণ করতে পারি না। দুর্দান্ত পারফর্মেন্সের জন্য রোনাল্ডো ২০০৮ সালে প্রথম ব্যালন ডি’অর পুরস্কার জিতেন। এরপর ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে জিতেছেন ফুটবলের অন্যতম সম্মানজনক এই পুরস্কার। রোনাল্ডোর প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়রের বয়স এখন সাত বছর। আর কিছুদিন গর্ভ ভাড়া করে যমজ ছেলেমেয়ে মাতেও ও ইভার বাবা হয়েছেন। গেল সপ্তাহে বান্ধবী জর্জিনা রড্রিগুয়েজের গর্ভে দ্বিতীয় মেয়ে এ্যালানা মার্টিনার জন্ম হয়েছে। ইতোমধ্যে চার সন্তানের বাবা হওয়া রোনাল্ডো আরও তিনটি সন্তান আশা করছেন।
×