ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অপর ম্যাচে কুমিল্লা মোকাবেলা করবে রংপুরকে

আজ ঢাকা-রাজশাহী মুখোমুখি

প্রকাশিত: ০৬:৫৫, ১৮ নভেম্বর ২০১৭

আজ ঢাকা-রাজশাহী মুখোমুখি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরে ক্রিস গেইল ধামাকা শুরু হচ্ছে আজ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স। এই ম্যাচ দিয়ে এবারের বিপিএল মাতাতে নামবেন গেইল। রংপুরের হয়ে খেলবেন। সামনে যে কয়টি ম্যাচ আছে সবকটি ম্যাচেই খেলবেন গেইল। বিপিএলের সব আসরেই খেলেছেন গেইল। বিপিএলে এ পর্যন্ত ৯টি সেঞ্চুরি হয়েছে। এর মধ্যে তিনটি সেঞ্চুরিই করেছেন গেইল। ২০১২ সালের প্রথম বিপিএলে দুটি ও ২০১৩ সালের দ্বিতীয় বিপিএলে একটি সেঞ্চুরি করেছেন। ২০১২ সালে বরিশাল বার্নার্সের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে যে ১১৬ রানের ইনিংস খেলেছেন, সেটি গত বছর পর্যন্ত বিপিএলের এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল। গত মৌসুমে বিপিএলের চতুর্থ আসরে ১২২ রানের ইনিংস খেলে সাব্বির রহমান রুম্মন সেই রেকর্ড ভেঙ্গে দেন। গেইলের তিন সেঞ্চুরির (১০১*, ১১৬, ১১৪) সামনে ২০১২ সালে স্বদেশী ডোয়াইন স্মিথ (১০৩*) ও পাকিস্তানের আহমেদ শেহজাদ (১১৩*) সেঞ্চুরি হাঁকান। ২০১৩ সালে শাহরিয়ার নাফীস (১০২*) ও মোহাম্মদ আশরাফুল (১০৩*) সেঞ্চুরি করেন। ২০১৫ সালে তৃতীয় বিপিএলে স্বদেশী এভিন লুইস (১০১*) ও গত বছর সাব্বির একটি সেঞ্চুরি করেন। বিপিএলের পঞ্চম আসর পর্যন্ত গেইল মোট ১৫ ম্যাচ খেলেছেন। ৫৪.১৬ গড়ে তিন সেঞ্চুরি ও ১ হাফসেঞ্চুরিসহ ৬৫০ রান করেছেন। বরিশাল বার্নার্স, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছেন গেইল। সবচেয়ে বেশি ৬০টি ছক্কা হাঁকিয়েছেন গেইল। এক ম্যাচে সবচেয়ে বেশি ১২টি ছক্কা মারার রেকর্ডও গেইলেরই দখলে আছে। ২০১২ সালে বরিশাল বার্নার্সের হয়ে খেলে ৫ ম্যাচ খেলেন গেইল। ৯৬.০০ গড়ে দুই সেঞ্চুরিসহ ২৮৮ রান করেন। দুর্দান্ত নৈপুণ্য দেখান। পরের আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাত্র ১টি ম্যাচ খেলেন। তাতেই সেঞ্চুরি করেন গেইল। ১১৪.০০ গড়ে ১১৪ রান করে বিপিএল মাতান। আসরটিতে ফাইনালে ওঠার ম্যাচটিতে খেলেন। ঢাকাকে ফাইনালে উঠিয়ে দেন। মাঝখানে এক মৌসুম বিরতি থাকে। গেইলকেও এক বছর দেখা যায়নি। এরপর আবার ২০১৫ সালের বিপিএলে বরিশাল বুলসের হয়ে খেলেন গেইল। আবার গেইলকে দেখা যায়। কিন্তু সেই চমক আর থাকে না। ৪ ম্যাচ খেলে ৪৬.৩৩ গড়ে ১৩৯ রান করেন গেইল। একটি ম্যাচে অপরাজিত ৯২ রান করেন। কিন্তু গেইল থেকে যেন সেঞ্চুরি পেতেই সবাই চায়। সেই অপেক্ষাতেই থাকা হয়। কিন্তু সেই সেঞ্চুরি মিলেনি। গত আসরে গেইল খেলেন চিটাগং ভাইকিংসের হয়ে। এবার গেইলের অবস্থা আরও করুণ হয়! চিটাগংয়ের হয়ে ৪ ম্যাচ খেলে একটি ম্যাচে হাফসেঞ্চুরিরও দেখা পাননি। ২১.৮০ গড়ে ১০৯ রানের বেশি করতে পারেননি গেইল। প্রথম দুই আসরে গেইল যেভাবে মাতিয়েছেন পরের দুই আসরে সেভাবে মাতাতে পারেননি। তবে প্রতিটি আসরেই গেইল খেলেছেন। টি২০’র সেরা এ তারকা ব্যাটসম্যান এবারও আছেন। এবার রংপুরের হয়ে খেলবেন। রংপুর আশা করছে গেইল মাতিয়ে দেবেন। গেইলের দলের খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। এর আগে দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস মুখোমুখি হবে। রংপুর এতদিন ‘কাগজে-কলমে’ শক্তিশালী ছিল। গেইল আসাতে এবার সত্যিই শক্তিশালী হয়ে উঠলো। শুধু গেইলই নন, তার সঙ্গে থাকছেন ব্রেন্ডন ম্যাককালামও। এ দুইজনই ব্যাট হাতে রংপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশাও করছেন। দুইজনই ওপেনিংয়ে নামবেন। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে রংপুর ১টি ম্যাচে জিততে পেরেছে। ২ পয়েন্ট নিয়ে এখন আছে পয়েন্ট তালিকার সবচেয়ে নিচে, সাত নম্বরে। রংপুর আবার নিজেদের সর্বশেষ ম্যাচটি খেলেছে ১১ নবেম্বর। ঢাকাপর্ব শুরু হয়েছে সেদিন। প্রথম ম্যাচটিই রংপুর খেলেছে। এরপর ছয়দিন রংপুরের কোন খেলা ছিল না। আজ যখন আবার খেলতে নামবে রংপুর তখন গেইলকে সঙ্গে নিয়েই নামবে। সঙ্গে থাকবেন ম্যাককালামও। তবে সবাই যেন সব টি২০ মিলিয়ে ৩০৯ ম্যাচ খেলে ৪০.৫০ গড়ে ১০৫৭১ রান করা গেইলের ব্যাটিং তা-ব দেখতেই অপেক্ষায় আছেন। সবার মনে একটিই প্রশ্ন, এবার বিপিএলে টি২০তে একমাত্র দশ হাজার রান করা গেইল ধামাকা দেখা যাবে?
×