ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বকচরের রাস্তা ফুলে উঠছে কেন কেউ জানে না

প্রকাশিত: ০৬:৪০, ১৮ নভেম্বর ২০১৭

বকচরের রাস্তা ফুলে উঠছে কেন কেউ জানে না

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সংস্কারে কোটি কোটি টাকা ব্যয় হলেও যশোরের বকচর-মুড়লী সড়কে কাটছে না দুর্ভোগ। রাস্তার মাঝের অংশ উঁচু ঢিবিতে পরিণত হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ইতোমধ্যে সড়ক ও জনপথ বিভাগ রাস্তার মাটি পরীক্ষা করেও কোন সুফল পাননি। প্রকৌশলীরা বুঝতে পারছেন না, সমস্যাটা কী! আবারও মাটি পরীক্ষা করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে এ বিভাগ। তারা সংস্কারের পর সংস্কার করে চললেও বুঝতেই পারছেন না রাস্তা ফুলে উঠছে কেন? যশোর শহরের হুসতলা থেকে বকচর মাত্র কয়েক শ’ গজ রাস্তা। সংস্কার হলেও কাজে আসছে না ব্যস্ততম এ সড়কটি। সম্প্রতি এ সড়কে আজমল হক নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুও হয়েছে। সম্প্রতি এ রাস্তায় কিছু ইট-বালি ফেললেও সামান্য বৃষ্টিতে তা আগের রূপই নিয়েছে। প্রতিদিনই এ রাস্তা দিয়ে খুলনা, ঢাকা, কুষ্টিয়া ছাড়াও আঞ্চলিক অনেক রুটের বাস-ট্রাক চলাচল করে। কিন্তু মণিহার-মুড়লী যাওয়ার পথে হুসতলা-বকচর পর্যন্ত সড়ক চলাচলের চরম অনুপোযোগী হয়ে পড়েছে। কারণ রাস্তার মাঝের অংশ ফুলে-ফেঁপে উঁচু ঢিবিতে পরিণত হয়েছে, যাতে গাড়ির নিচের অংশ বেধে যাচ্ছে। আর ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। রাস্তার এ বেহাল অবস্থা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধন, সড়ক ও যোগাযোগমন্ত্রীর কাছে চিঠি দেয়াসহ নানা কর্মসূচী পালন করেছেন স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান, চলতি বছরের ৩ জানুয়ারি এ রোডে সড়ক দুর্ঘটনায় আজমল হক নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হন। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তিনি মুড়লী মোড় থেকে মোটরসাইকেলযোগে শহরের দিকে আসছিলেন। বকচর র‌্যাব অফিসের পাশে পৌঁছলে ওই স্থানে রাস্তার উঁচু ঢিবিতে বেধে পড়ে যান তিনি। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজমলের (৪০) মৃত্যু হয়। তাছাড়া যে কোন মুহূর্তে রিক্সা, ভ্যান, ইজিবাইক উল্টে যাওয়ার ভীতি নিয়ে পথ চলতে হচ্ছে সর্বক্ষণ। প্রায়ই এ জাতীয় ঘটনার শিকার হতে হচ্ছে চলতি পথের অসংখ্য যাত্রীকে।
×