ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সোয়া কোটি টাকার ইয়াবা উদ্ধার ॥ নারীসহ গ্রেফতার ২

প্রকাশিত: ০৬:৩৭, ১৮ নভেম্বর ২০১৭

চট্টগ্রামে সোয়া কোটি টাকার ইয়াবা উদ্ধার ॥ নারীসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ইয়াবা উদ্ধার এবং এক নারীসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় সোয়া কোটি টাকা। বৃহস্পতিবার রাত এগারোটার দিকে এ অভিযান চালানো হয়। র‌্যাব সূত্র জানায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান আসছে এ তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চলতে থাকে। দেশ ট্রাভেলস নামের একটি পরিবহনের বাসের দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়। তাদের নাম ময়না বিবি ও বুলবুল আহমেদ। দু’জনেরই বাড়ি রাজশাহী জেলায়। তাদের দেহ তল্লাশিতে পাওয়া যায় ১২ হাজার ইয়াবা। এরপর তাদেরই বহন করা বিশেষ কৌশলে তৈরি একটি কাঠের চেয়ারে লুক্কায়িত বক্স থেকে উদ্ধার করা হয় আরও ১৩ হাজার ইয়াবা। বিশেষ কৌশলে তারা এগুলো কক্সবাজার থেকে নিয়ে আসছিল। ফরিদপুরে গৌতম দাসের মৃত্যুবার্ষিকী পালন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ নবেম্বর ॥ একটি অবিনাশী চেতনার নাম গৌতম। এ চেতনাকে হত্যা করা যায় না। সাহসী ও নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে গিয়ে ব্যক্তি গৌতম দাসদের শারীরিকভাবে হত্যা করা যেতে পারে কিন্তু এ শ্বাশত চেতনার কোন মৃত্যু নেই। তাই বার বার গৌতমরা জন্ম নেয় এবং সত্য ও ন্যায়ের প্রদীপ জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। সাংবাদিক গৌতম দাসের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এভাবেই তাদের মনের আকুতি তুলে ধরেন। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় দৈনিক সমকালের জেলা প্রতিনিধি হাসানউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন ফকির, প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা, সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের আহবায়ক সৌমিত্র মজুমদার প্রমুখ।
×